2026 ICC Men's T20 World Cup: আগামী মাসে শুরু হতে চলা টি-২০ বিশ্বকাপে কি দল পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? (Bangladesh Cricket Board) সোমবারও এ বিষয়ে কিছু জানা গেল না। বরং পরিস্থিতি আরও জটিল হয়ে গেল।
KNOW
Bangladesh Cricket: বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল (Bangladesh sports adviser Asif Nazrul) যে মিথ্যাচার করেছিলেন, তা ফাঁস করে দিল আইসিসি (ICC)। নজরুল সোমবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (Bangladesh Football Federation) দফতরে গিয়ে দাবি করেন, ‘আইসিসি-র সিকিউরিটি টিম চিঠিতে বলেছে, তিনটি বিষয় হলে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে আশঙ্কা বাড়বে। এই তিনটি বিষয় হল, বাংলাদেশ দলে মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) থাকা, বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরে ভারতে বাংলাদেশের সমর্থকদের ঘুরে বেড়ানো এবং বাংলাদেশের নির্বাচন (Bangladesh Elections 2026) এগিয়ে আসায় জাতীয় দলের নিরাপত্তার আশঙ্কা। সিকিউরিটি টিমের এই কথা প্রমাণ করে, ভারতে বিশ্বকাপ খেলার কোনও পরিবেশ নেই। সেখানে বাংলাদেশ-বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে। আইসিসি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকলে আমাদের অবশ্যই শ্রীলঙ্কায় খেলার সুযোগ হওয়া উচিত। ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়ে নতিস্বীকার করব না।’ কিন্তু এদিনই আইসিসি-র পক্ষ থেকে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার মিথ্যাচার ফাঁস করে দেওয়া হল। ফলে বাংলাদেশের মুখ পুড়ল।
ভারতে নিরাপত্তার আশঙ্কা দেখছে না আইসিসি
বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার দাবি খারিজ করে দিয়ে আইসিসি-র এক কর্তা বলেছেন, ‘ভারতে নিরাপত্তার আশঙ্কার বিষয়ে আইসিসি-র পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (Bangladesh Cricket Board) চিঠি দেওয়া হয়েছে। কিন্তু আসিফ নজরুল যা বলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। আইসিসি-র পক্ষ থেকে কখনও বলা হয়নি যে মুস্তাফিজুরকে দলে রাখলে সমস্যা হবে। এ বিষয়ে মিথ্যা বলা হচ্ছে। আইসিসি-র পক্ষ থেকে সরকারিভাবে এরকম কোনও পরামর্শ দেওয়া হয়নি।’
বাংলাদেশকে বাদ দিয়েই হবে টি-২০ বিশ্বকাপ?
বারবার মিথ্যাচার ও ভারত-বিরোধিতার পর মুখরক্ষার জন্য টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) থেকে সরে যেতে পারে বাংলাদেশ। পরিবর্ত হিসেবে অন্য কোনও দলকে সুযোগ দেওয়া হবে না বাকি দলগুলিকে নিয়েই এই টুর্নামেন্ট হবে, তা এখনও স্পষ্ট নয়। কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


