আইপিএল গভর্নিং কাউন্সিলে অভিষেক, জয় শাহের পরিবর্তে কে হচ্ছেন নতুন সচিব?

Published : Sep 29, 2024, 10:37 PM ISTUpdated : Sep 29, 2024, 10:58 PM IST
BCCI secretary Jay Shah

সংক্ষিপ্ত

বিসিসিআই সচিব পদ ছেড়ে এবার আইসিসি চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করছেন জয় শাহ। তবে এখনও বিসিসিআই সচিব পদে জয় শাহের উত্তরসূরি ঠিক হল না।

আর ২ মাস বিসিসিআই সচিব পদে থাকছেন জয় শাহ। নভেম্বরের শেষদিকে এই পদ থেকে ইস্তফা দেওয়ার পর ডিসেম্বরের শুরুতেই আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন জয় শাহ। কিন্তু তিনি আইসিসি-র দায়িত্ব নেওয়ার পর বিসিসিআই সচিব পদে কে আসবেন, সেটা এখনও ঠিক হয়নি। রবিবার বেঙ্গালুরুতে বিসিসিআই-এর ৯৩-তম বার্ষিক সাধারণ সভা ছিল। এই সভায় ছিলেন জয় শাহ। এই সভায় ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিষেক ডালমিয়া ও অরুণ সিং ধুমলকে আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য নির্বাচিত করা হয়েছে। ২০২৫ সালের আইপিএল-এর আগে প্লেয়ার রিটেনশনের বিষয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএল নিলামের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। এই কারণেই ক্রিকেট প্রশাসনে প্রাক্তন সিএবি সভাপতি অভিষেক এবং আইপিএল চেয়ারম্যান হিসেবে কাজ করা ধুমলের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে বিসিসিআই। ইন্ডিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশনে খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন ভি চামুণ্ডেশ্বরনাথ। তাঁকেও আইপিএল গভর্নিং কাউন্সিলে জায়গা দেওয়া হয়েছে।

কোম্পানি হচ্ছে না বিসিসিআই

রবিবার বার্ষিক সাধারণ সভায় বিসিসিআই সদস্যরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন, ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা সোসাইটি হিসেবেই থাকছে। আইপিএল-সহ বিভিন্ন টুর্নামেন্ট কোম্পানিতে পরিণত হচ্ছে না। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থার নীতি বজায় রাখার পাশাপাশি বিশ্ব ক্রিকেটের আধুনিক চ্যালেঞ্জের সঙ্গে মানিয়ে নেওয়া হচ্ছে।

কে হবেন পরবর্তী বিসিসিআই সচিব?

বিসিসিআই সূত্রে খবর, বর্তমানে সংস্থার কোষাধ্যক্ষ আশিস শেলার, যুগ্ম সচিব দেবজিৎ সইকিয়া, গুজরাত ক্রিকেট সংস্থার সচিব অনিল প্যাটেল পরবর্তী বিসিসিআই সচিব হওয়ার দৌড়ে আছেন। এতদিন আইসিসি-তে বিসিসিআই-এর প্রতিনিধি হিসেবে ছিলেন জয় শাহ। তিনি আইসিসি চেয়ারম্যান হলে আইসিসি-তে বিসিসিআই-এর প্রতিনিধি হিসেবে নতুন কাউকে পাঠানো হবে। তবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রোদ উঠলেও হল না তৃতীয় দিনের খেলা, ড্রয়ের পথে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট

আইপিএল-এ প্লেয়ার রিটেনশনের নতুন নিয়ম, সবচেয়ে বেশি লাভবান হবে সিএসকে?

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা, প্রথমবার জাতীয় দলে ময়াঙ্ক যাদব

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে