এশিয়া কাপ ২০২৫ ফাইনাল: ফের করমর্দন এড়ালেন, পাক অধিনায়কের সঙ্গে ছবিও তুললেন না সূর্যকুমার

Published : Sep 28, 2025, 08:49 PM ISTUpdated : Sep 28, 2025, 08:59 PM IST
India vs Pakistan Asia Cup Final

সংক্ষিপ্ত

Asia Cup 2025 Final: দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তান (India vs Pakistan) লড়াই চলছে। এই ম্যাচেও করমর্দন করছেন না ভারতীয় ক্রিকেটাররা।

DID YOU KNOW ?
এশিয়া কাপে সফলতম ভারত
এশিয়া কাপের ইতিহাসে সফলতম দল ভারত এখনও পর্যন্ত ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে।

India vs Pakistan: দলীয় নীতি বজায় রেখে চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) তৃতীয়বার পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আগার (Salman Ali Agha) সঙ্গে করমর্দন করলেন না ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। রবিবার এশিয়া কাপ ফাইনালের (Asia Cup 2025 Final) আগে পাক অধিনায়কের সঙ্গে ট্রফি নিয়ে ছবিও তোলেননি সূর্যকুমার। এই ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে সূর্যকুমারের করমর্দন না করা নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন আগা। কিন্তু ভারতীয় দলের অবস্থানে বদল হল না। গ্রুপ এ-র ম্যাচ এবং সুপার ফোর পর্যায়ের ম্যাচের পর ফাইনালেও পাকিস্তানিদের সঙ্গে সৌজন্য বিনিময় করছে না ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধে খেলা এড়িয়ে না গেলেও, অসৌজন্যের নীতি বজায় রেখেছে ভারতীয় দল।

একাই ছবি তুললেন পাক অধিনায়ক

যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ বা বহুদেশীয় টুর্নামেন্টে দেখা যায়, অংশগ্রহণকারী দলগুলির অধিনায়করা একসঙ্গে ট্রফি সামনে রেখে ছবি তোলেন। কিন্তু এবারের এশিয়া কাপ ফাইনালের আগে সেই দৃশ্য দেখা গেল না। সূর্যকুমার তাঁর সঙ্গে ছবি তুলতে না যাওয়ায় একাই ট্রফি সামনে রেখে ছবি তুলতে হয় পাকিস্তানের অধিনায়ককে। এদিন টসের সময় দু'জন উপস্থাপক দেখা গেল। সাধারণত টসের সময় দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলার জন্য একজন উপস্থাপকই থাকেন। কিন্তু এদিন রবি শাস্ত্রীর (Ravi Shastri) সঙ্গে ছিলেন ওয়াকার ইউনিস (Waqar Younis)। সূর্যকুমারের সঙ্গে কথা বলেন শাস্ত্রী। আগার সঙ্গে কথা বলেন ওয়াকার। এশিয়ান ক্রিকেট কাউন্সিল আগেই বুঝতে পেরেছিল, পাকিস্তানের অধিনায়কের সঙ্গে করমর্দন করবেন না ভারতের অধিনায়ক। পাকিস্তানের বিড়ম্বনা যাতে না হয়, সেই কারণেই জোড়া উপস্থাপক রাখা হয়।

টসে জিতে ফিল্ডিং ভারতের

চলতি এশিয়া কাপে তৃতীয়বার পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। এবারই প্রথম এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তানের লড়াই হচ্ছে। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সূর্যকুমার। এই ম্যাচে ভারতীয় দলে তিনটি বদল হয়েছে। চোটের জন্য খেলতে পারছেন না হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তাঁর পরিবর্তে খেলছেন রিঙ্কু সিং (Rinku Singh)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্রথমবার এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই।
১৯৮৪ সালে শুরু হয়েছে এশিয়া কাপ। এবারই প্রথম ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম