India vs Pakistan: বিভিন্ন মহল থেকে এবারের এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার ডাক দেওয়া হয়েছিল। কিন্তু রবিবার সেই ম্যাচ হতে চলেছে। বিসিসিআই (BCCI) এই ম্যাচ বয়কট করছে না।
KNOW
India vs Pakistan: রবিবার এশিয়া কাপে (Asia Cup 2025) গ্রুপ এ-তে ভারত-পাকিস্তান ম্যাচের আগে ক্রিকেটের বাইরে অন্য কোনও বিষয় নিয়ে আলোচনা চাইছেন না কিংবদন্তি কপিল দেব (Kapil Dev)। তিনি চাইছেন শুধু খেলা নিয়েই আলোচনা হোক। ক্রিকেটারদের উপর যেন মাঠের বাইরের কোনও ঘটনার প্রভাব না পড়ে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কপিল বলেন, ‘শুধু যাও আর জেতো। যাদের খেলাই কাজ, তারা শুধু খেলায় মন দিক। অন্য কিছু বলার দরকার নেই। এই ম্যাচকে বড় ইস্যু করে তুলো না। সরকার নিজের কাজ করবে এবং খেলোয়াড়দের নিজেদের কাজ করা উচিত।’ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ, উত্তেজনা রয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam terror attack) পরিপ্রেক্ষিতে অনেকেই এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার ডাক দিয়েছিলেন। কিন্তু এই ম্যাচ হচ্ছে। তাই কপিল চাইছেন রাজনীতির অস্থিরতার ছায়া যেন ভারত-পাকিস্তান ম্যাচের উপর না পড়ে।
ভারতীয় দলের প্রশংসায় কপিল
বুধবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহিকে (UAE) সহজেই হারিয়ে দিয়েছে ভারতীয় দল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে সংযুক্ত আরব আমিরশাহি ১৩.১ ওভারে ৫৭ রানে অলআউট হয়ে যায়। ৪.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল। এই পারফরম্যান্সের প্রশংসা করে কপিল বলেছেন, ‘ভারতীয় দল খুব ভালো। প্রশংসনীয় জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। আমাদের আশা, ওরা ট্রফি নিয়ে দেশে ফিরবে।’
দুবাইয়ে পহেলগাঁওয়ের প্রভাব পড়বে?
রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium)। এই ম্যাচে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা বা 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) প্রভাব পড়ার সম্ভাবনা কম। ভারতীয় ক্রিকেটাররা মাঠের বাইরের কোনও ঘটনা নিয়ে মন্তব্য করবেন না। দর্শকরাও হয়তো ম্যাচ উপভোগ করবেন। ভারতের সমর্থকরা অবশ্যই সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) জয় চাইছেন। এর বাইরে হয়তো তাঁরা অন্য কিছু নিয়ে ভাববেন না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


