Mohammed Siraj: এবারের ইংল্যান্ড সফরে (India Tour of England, 2025) অসাধারণ বোলিং করেছেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজ। তবে এশিয়া কাপের (Asia Cup 2025) দলে তাঁকে রাখা হয়নি। এই পেসারকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা।

DID YOU
KNOW
?
বিশ্রামে মহম্মদ সিরাজ
এবারের এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা পাননি মহম্মদ সিরাজ। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।

Mohammed Siraj Workload Management: ভারতের পুরুষ দলের ক্রিকেটারদের, বিশেষ করে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে যখন ক্রিকেট মহলে তর্ক-বিতর্ক চলছে, তখন এ বিষয়ে নিজের মনোভাব স্পষ্ট করে দিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ভারতীয় দলের এই পেসার বলেছেন, 'আমি ক্লান্ত না হয়ে কীভাবে টানা বোলিং করে যেতে পারি, তা জানি না। কিন্তু তুমি যখন দেশের হয়ে খেলো, তখন তোমার শরীরের উপর কতটা প্রভাব পড়ে, তা নিয়ে বেশি ভাবো না। আমাদের মতো লোকজনের ছোটবেলা থেকে একটাই স্বপ্ন থাকে। তা হল দেশের হয়ে খেলা। যখন সেই সুযোগ আসে, তখন আমরা দু'হাতে সেই সুযোগ নিতে চাই। আমি বিশ্বাস করি, ভারতের হয়ে যত বেশি ম্যাচ খেলার সুযোগ পাই, তত বেশি ম্যাচ খেলার সুযোগ কাজে লাগাতে চাই এবং জিততে চাই।'

টেস্ট ম্যাচে খেলতে ভালোবাসেন সিরাজ

এবারের ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সব ম্যাচেই খেলেছেন সিরাজ। তাঁকে বিশ্রাম দেওয়া হয়নি। এ প্রসঙ্গে এই পেসার বলেছেন, ‘আরও একটা টেস্ট ম্যাচ যদি হত, তাহলে আমি নিশ্চিতভাবেই খেলতাম। আমি টেস্ট ম্যাচকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। টেস্ট ক্রিকেটের জন্য আমি সবকিছু করতে পারি। টেস্ট ক্রিকেট যেভাবে সবচেয়ে কঠিন চ্যালেঞ্চ ছুড়ে দেয় এবং লড়াই করতে হয়, সেটা আমার ভালো লাগে। টেস্ট ক্রিকেট জীবনের মতোই কঠিন। টেস্ট ক্রিকেট মানসিকভাবে ক্লান্ত করে দেয়, আবেগ মাত্রাতিরিক্ত হয়ে যায়, শরীরও ক্লান্ত হয়ে যায়। তবে আমি এই চ্যালেঞ্জ সবচেয়ে ভালোবাসি। একটা খারাপ স্পেল হতে পারে। কিন্তু পরের স্পেলেই তুমি ভালো বোলিং করতে পারো। টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের জন্য আর একটা ইনিংস পাওয়া যায়। ঠিক যেমন জীবন প্রতিদিন আমাদের সুযোগ দেয়।’

জাতীয় দলে ফিরতে তৈরি সিরাজ

এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য ঘোষিত ভারতীয় দলে নেই সিরাজ। এই পেসারকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে সিরাজ বুঝিয়ে দিয়েছেন, তিনি বিশ্রাম নেওয়ার বদলে জাতীয় দলে ফিরতে তৈরি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।