সংক্ষিপ্ত

দীর্ঘদিন পর বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে নেমেই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। তিনি এবার জাতীয় দলে ফিরতে চলেছেন।

রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করার পর ফের জাতীয় নির্বাচকদের নজরে মহম্মদ শামি। এই অভিজ্ঞ পেসারের অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে যোগ দেওয়া নিশ্চিত। তবে পারথে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের আগে জাতীয় দলে যোগ দিচ্ছেন না শামি। অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের পর ভারতীয় দলে যোগ দিতে পারেন শামি। এমনই জানিয়েছেন তাঁর ছোটবেলার কোচ মহম্মদ বদরুদ্দিন। তিনি বলেছেন, ‘অ্যাডিলেড টেস্টের পর ও ভারতীয় দলে যোগ দেবে। ও ক্রিকেট মাঠে ফিরেছে, ফিটনেসের প্রমাণ দিয়েছে, উইকেট নিয়েছে। ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয়ার্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে শামি।’

মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৪ উইকেট শামির

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৯ ওভার বোলিং করেন শামি। ৪ মেডেন-সহ ৫৪ রান দিয়ে ৪ উইকেট নেন এই পেসার। শামির দক্ষতা নিয়ে কারও সংশয় নেই। তাঁর ফিটনেস দেখে নেওয়াই জাতীয় নির্বাচকদের লক্ষ্য ছিল। এই কারণেই ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমেছেন শামি। রঞ্জি ট্রফিতে খেলতে নেমে এই পেসার বুঝিয়ে দিয়েছেন, তিনি গোড়ালির চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন। ফলে জাতীয় দলে ফিরতে আর কোনও বাধা নেই।

দ্বিতীয় ইনিংসে শামির বোলিংয়ের দিকে নজর নির্বাচকদের

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে প্রথম ইনিংসে শামির ফিটনেস ও পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও, দ্বিতীয় ইনিংসে তাঁর পারফরম্যান্সের দিকে নজর রাখতে চাইছেন নির্বাচকরা। এই পেসার দ্বিতীয় ইনিংসে বোলিং করার পর গোড়ালিতে যন্ত্রণা অনুভব করছেন কি না, তিনি চার দিন খেলার ধকল নিতে পারছেন কি না, সেসব দেখে নিতে চাইছেন নির্বাচকরা। শামিকে সম্পূর্ণ ফিট মনে হলেই অস্ট্রেলিয়া সফরে পাঠানো হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রঞ্জি ট্রফিতে ইনিংসে ১০ উইকেট, আইপিএল নিলামের আগে নজরে অংশুল কম্বোজ

রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে অসাধারণ বোলিং, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে ডাক পেতে পারেন শামি

২ জনের ত্রিশতরান, ৬০৬ রানের পার্টনারশিপ, রঞ্জি ট্রফিতে নতুন রেকর্ড গোয়ার