সংক্ষিপ্ত

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের পর থেকেই চোটের জন্য জাতীয় দলের বাইরে মহম্মদ শামি। তবে এবার ফিট হয়ে উঠেছেন এই পেসার। তিনি জাতীয় দলে ফিরতে পারেন।

ফিটনেসের প্রমাণ দিতে পারেননি বলে অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলে জায়গা পাননি অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। তবে বাংলার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত বোলিং করলেন এই পেসার। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচের প্রথম ইনিংসে ১৯ ওভার বোলিং করে ৪ উইকেট নিলেন শামি। তিনি ফিটনেস ও ফর্মের প্রমাণ দিলেন। এরপর অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে ডাক পেতে পারেন এই পেসার। ২২ নভেম্বর পারথে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ হতে চলেছে। তার আগেই শামি জাতীয় দলে ডাক পেতে পারেন। পারথে খেলার সুযোগ না পেলেও, পরের ম্যাচগুলিতে খেলার সুযোগ পেতে পারেন এই অভিজ্ঞ পেসার।

শামির পারফরম্যান্সের দিকে নজর জাতীয় নির্বাচকদের

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে প্রথম ইনিংসে শামির ফিটনেস ও পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও, দ্বিতীয় ইনিংসে তাঁর পারফরম্যান্সের দিকে নজর রাখতে চাইছেন নির্বাচকরা। এই পেসার দ্বিতীয় ইনিংসে বোলিং করার পর গোড়ালিতে যন্ত্রণা অনুভব করছেন কি না, তিনি চার দিন খেলার ধকল নিতে পারছেন কি না, সেসব দেখথে নিতে চাইছেন নির্বাচকরা। শামির ফিটনেসের ব্যাপারে নিশ্চিত হলে তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দিতে পারেন নির্বাচকরা। প্রথম টেস্ট ম্যাচে খেলার সুযোগ না পেলেও, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ২ দিনের দিন-রাতের অনুশীলন ম্যাচে খেলতে পারেন শামি। তারপর দ্বিতীয় টেস্ট ম্যাচে এই পেসারকে খেলার সুযোগ দেওয়া হতে পারে।

দীর্ঘদিন পর রঞ্জি ট্রফিতে শামি

বাংলার হয়ে অনেকদিন পর রঞ্জি ট্রফিতে খেলতে নেমে ভালো বোলিং করলেন শামি। তাঁর দাপটে মধ্যপ্রদেশের বিরুদ্ধে সরাসরি জয় পাওয়ার পথে বাংলা। তবে জাতীয় দলে ডাক পেলে চলতি রঞ্জি ট্রফিতে আর খেলবেন না এই পেসার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দ্বিতীয় দিনের শেষে ২৩১ রানের লিড, রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে জয়ের পথে বাংলা

২ জনের ত্রিশতরান, ৬০৬ রানের পার্টনারশিপ, রঞ্জি ট্রফিতে নতুন রেকর্ড গোয়ার

পাকিস্তানেই কি হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? অবিলম্বে সূচি প্রকাশের দাবি সম্প্রচারকারীদের