IPL Auction 2026: আইপিএল-এর মেগা নিলাম থেকে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ২৫.২০ কোটি টাকায় কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।
IPL Auction 2026: দুবাইতে চলছে আইপিএল-এর মেগা নিলাম। চূড়ান্ত টানাটানির পর শেষপর্যন্ত, ২৫.২০ কোটি টাকা দিয়ে ক্যামেরন গ্রিনকে কিনল কলকাতা নাইট রাইডার্স (ipl auction 2026)। এমনিতে ক্যামেরন গ্রিনের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা (ipl auction 2026 players list)।
এই অজি ক্রিকেটার দুর্দান্ত ফর্মে রয়েছেন
কিন্তু নিলামের টেবিলে ক্রমশই দাম চড়তে শুরু করে এই ক্রিকেটারের। শেষপর্যন্ত, ২৫.২০ কোটি টাকার বিনিময়ে তাঁকে কিনে নিল কেকেআর। রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসও অবশ্য লড়াইতে ছিল। কিন্তু শেষপর্যন্ত, তারা পিছিয়ে আসতে বাধ্য হয়। রাজস্থান ১৩.৬০ কোটি টাকা অবধি লড়াইতে ছিল। এরপর চেন্নাই সুপার কিংসও আগ্রহ দেখায় ক্যামেরন গ্রিনকে নিয়ে। কিন্তু টাকার অঙ্ক ক্রমশ বাড়তে থাকায়, চেন্নাইও পিছিয়ে আসে। সম্প্রতি এই অজি ক্রিকেটার দুর্দান্ত ফর্মে রয়েছেন।
অন্যদিকে, সরফরাজ খান এবং পৃথ্বী শ-এর মতো ভারতীয় ক্রিকেটারদের প্রতি কোনও আগ্রহই দেখায়নি। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ক্রিকেটার ডেভিড মিলারকে দিল্লী ক্যাপিটালস ২ কোটি টাকায় দলে নিয়েছে।
উল্লেখ্য, ৭৭টি জায়গার জন্য নিলামে উঠেছেন মোট ৩৫০ জন ক্রিকেটার। এই ৩৫০ জন ক্রিকেটারের মধ্যে আবার ভারতীয় দলে খেলা ১৬ জন রয়েছেন। সেইসঙ্গে, বিদেশি ৯৬ জন ক্রিকেটার নিলামে রয়েছেন।
১৪ জন ঘরোয়া বিদেশি ক্রিকেটারও নিলাম উঠবেন
এছাড়াও ২২৪ জন ভারতের ঘরোয়া ক্রিকেটার এবং ১৪ জন ঘরোয়া বিদেশি ক্রিকেটারও নিলাম উঠবেন। এই নিলামে মোট আটটি ক্যাটেগরির নিরিখে ক্রিকেটারদের ন্যূনতম মূল্য ভাগ করা হয়েছে। সবচেয়ে উপরের ক্যাটেগরিতে থাকা ক্রিকেটারদের ন্যূনতম মূল্য হল ২ কোটি টাকা। এই ক্যাটেগরিতে আছেন ৪০ জন ক্রিকেটার। এরপর দ্বিতীয় ক্যাটেগরিতে রয়েছেন ৯ জন ক্রিকেটার। এই ক্যাটেগরির ন্যূনতম মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা।
তৃতীয় থেকে অষ্টম ক্যাটেগরি পর্যন্ত ন্যূনতম মূল্য রাখা হয়েছে যথাক্রমে ১ কোটি ২৫ লক্ষ, ১ কোটি, ৭৫ লক্ষ, ৫০ লক্ষ, ৪০ লক্ষ এবং ৩০ লক্ষ টাকা। তৃতীয় থেকে অষ্টম ক্যাটেগরিতে ক্রিকেটার রয়েছেন যথাক্রমে ৪ জন, ১৭ জন, ৪২ জন, ৪ জন, ৭ জন এবং ২২৭ জন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


