ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ চালু হোক, মত প্রাক্তন অধিনায়ক মিসবা-উল-হকের

ভারতে ওডিআই বিশ্বকাপে দল পাঠানো নিয়ে টালবাহানা করছে পাকিস্তান সরকার। হাত তুলে দিয়েছেন পিসিবি কর্তারা। তাঁদের সাফ কথা, সরকার যে নির্দেশ দেবে, সেটাই তাঁরা মানতে বাধ্য।

এবারের ওডিআই বিশ্বকাপ খেলতে অবশ্যই ভারতে দল পাঠানো উচিত পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এমনই মতপ্রকাশ করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবা-উল-হক। করাচিতে একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘২ দল যখন অন্যান্য খেলায় পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন, তখন ক্রিকেটে লড়াই হবে না কেন? রাজনৈতিক সম্পর্কের সঙ্গে ক্রিকেটকে সবসময় জুড়ে দেওয়া হয় কেন? ভারত-পাকিস্তানকে পরস্পরের বিরুদ্ধে খেলতে দেখার অপেক্ষায় থাকেন মানুষ। তাঁদের প্রতি অন্যায় করা হচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে যে ক্রিকেটপ্রেমীরা ভারত ও পাকিস্তানের খেলা দেখেন, তাঁদের প্রতি অবিচার করা হবে। তাঁদের কেন বঞ্চিত করা হবে?’

মিসবা আরও বলেছেন, 'পাকিস্তানের অবশ্যই ভারতে বিশ্বকাপে খেলা উচিত। আমি যতবার ভারতে খেলেছি, সবসময় চাপ উপভোগ করেছি। ভারতে দর্শকদের সামনে খেলাও উপভোগ করেছি। ভারতে খেলতে গেলে বাড়তি মোটিভেশন পাওয়া যায়। ভারতের পরিবেশও আমাদের পক্ষে উপযোগী। ভারতের পরিবেশে ভালো খেলার ক্ষমতা আছে আমাদের দলের। মাঠের বাইরে কী হচ্ছে, সেটা নিয়ে ক্রিকেটারদের চিন্তা করার দরকার নেই। ভারতে বিশ্বকাপে ভালো খেলতে গেলে উপযুক্ত একাদশ ঠিক করতে হবে। কোন মাঠে খেলা হচ্ছে এবং প্রতিপক্ষ কে, সেই অনুযায়ী একাদশ ঠিক করতে হবে।'

Latest Videos

পাকিস্তানের অপর এক প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিও চান ভারতে ওডিআই বিশ্বকাপে দল পাঠাক পিসিবি। প্রাক্তন সতীর্থ মিসবার সুরেই আফ্রিদি বলেছেন, ‘ভারতের মাটিতে খেলার চাপ আছে ঠিকই, কিন্তু একইসঙ্গে মজাও আছে। অনেকে বলছে, আমাদের ভারতে যাওয়া উচিত নয় এবং বিশ্বকাপ বয়কট করা উচিত। কিন্তু আমার মত সম্পূর্ণ অন্য। পাকিস্তানের ভারতে গিয়ে বিশ্বকাপ জেতা উচিত।’

আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, ‘ওডিআই বিশ্বকাপে ১০টি দলই খেলবে বলে আমরা আশাবাদী। সব দলই বিশ্বকাপে যোগ দেবে বলে সম্মতি জানিয়েছে। ফলে সব দলই বিশ্বকাপে খেলবে বলে আশা করা হচ্ছে। কোনও দল বিশ্বকাপে খেলবে না, এমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।’

পিসিবি-র পক্ষ থেকে আইসিসি-কে জানানো হয়েছে, পাকিস্তান সরকার অনুমতি দিলে তবেই বিশ্বকাপে দল পাঠানোর ব্যাপারে নিশ্চয়তা দেওয়া সম্ভব হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ওডিআই বিশ্বকাপে দল পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। সেই কমিটিতে আছেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি, বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি। এই কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন-

ওডিআই বিশ্বকাপ আয়োজন করতে হবে হাইব্রিড মডেলে, দাবি পাকিস্তানের ক্রীড়ামন্ত্রীর

ওডিআই বিশ্বকাপে দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিটি গঠন পাক প্রধানমন্ত্রীর

বার্বাডোসে স্যার গারফিল্ড সোবার্সের সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মারা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী