India Vs Pakistan: ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে তৈরি, দাবি পিসিবি-র

Published : Apr 22, 2024, 08:51 PM ISTUpdated : Aug 24, 2024, 01:03 AM IST
PCB

সংক্ষিপ্ত

এক দশকেরও বেশি সময় ধরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। বিসিসিআই-এর পক্ষ থেকে সিরিজ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে না। তবে মাঝেমধ্যে দ্বিপাক্ষিক সিরিজের কথা বলছে পিসিবি।

বিসিসিআই-এর পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে একবারও ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের কথা বলা হয়নি। কিন্তু পিসিবি-র পক্ষ থেকে এমন দাবি করা হচ্ছে যেন বিসিসিআই দ্বিপাক্ষিক সিরিজের জন্য কাতর আবেদন জানাচ্ছে কিন্তু পিসিবি রাজি না হওয়ায় সিরিজ হচ্ছে না। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির কথা শুনে এমনই মনে হচ্ছে। তাঁর দাবি, ভারতীয় দল যদি ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়, তাহলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ভেবে দেখবে পিসিবি। সম্প্রতি পাকিস্তান দলের প্রশংসা করেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। বিদেশে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার ইচ্ছা প্রকাশও করেছেন রোহিত। সে কথা উল্লেখ করে পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘যদি ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের পরিস্থিতি তৈরি হয়, তখন আমরা ভেবে দেখব। এখন চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করাই আমাদের প্রধান লক্ষ্য। আগে ভারতকে এই টুর্নামেন্টে খেলতে আসতে দিন, তারপর আমরা দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ভেবে দেখব। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ঠাসা সূচি রয়েছে। ফলে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের সময় নেই। ভারতীয় দল যদি আগে আমাদের দেশে খেলতে আসে, তাহলে দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব এলে আমরা ভেবে দেখব।’

১১ বছর ধরে বন্ধ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ

২০১২-১৩ মরসুমে শেষবার ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল। সেবার সীমিত ওভারের সিরিজ খেলতে ভারত সফরে এসেছিল পাকিস্তান। সেই সিরিজের পর থেকে আর ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। শেষবার ভারত-পাক টেস্ট সিরিজ হয়েছিল ২০০৭ সালে। সেই সিরিজও হয়েছিল ভারতের মাটিতে। ভবিষ্যতে আবার কবে ভারত-পাক সিরিজ হবে সে বিষয়ে কিছু বলা সম্ভব নয়।

পাকিস্তানে খেলতে যাবে ভারত?

বিসিসিআই-এর আপত্তিতেই ২০২৩ সালের এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচ পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় সরে যায়। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও ভারতীয় দল পাকিস্তানে যাবে কি না স্পষ্ট নয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli: আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ, বিরাট কোহলির জরিমানা

KKR Vs RCB: বিতর্কের ম্যাচে আরসিবি-র বিরুদ্ধে ১ রানে জয়, পয়েন্ট তালিকায় দ্বিতীয় কেকেআর

Dinesh Karthik: আইপিএল-এ ২৫০ ম্যাচ, ধোনি-রোহিতের নজির স্পর্শ কার্তিকের

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কটকের আবহাওয়া কেমন? ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?
আইপিএল ২০২৬: কুইন্টন ডি ককের নাটকীয় প্রবেশ, নিলামের জন্য ৩৫০ জনের নাম চূড়ান্ত