সংক্ষিপ্ত
রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার বিরাট কোহলির মেজাজের পরিচয় পেয়েছিল ইডেন গার্ডেন্স। এর প্রতিক্রিয়া যা ভাবা হয়েছিল ঠিক সেটাই হল।
প্রত্যাশিতভাবেই শাস্তির মুখে পড়তে হল বিরাট কোহলিকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটারের ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হল। রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হওয়ার পর চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন বিরাট। তিনি আম্পায়ারের দিকে তেড়ে গিয়ে তর্ক জুড়ে দেন। মাঠ থেকে বেরিয়ে ড্রেসিংরুমে যাওয়ার সময় মাটিতে ব্যাট দিয়ে আঘাত করেন তিনি। এরপর হাতের ধাক্কায় আবর্জনা ফেলার পাত্রও উল্টে দেন বিরাট। তখনই আলোচনা শুরু হয়েছিল, এই তারকাকে শাস্তির মুখে পড়তে হতে পারে। তবে বড় কোনও শাস্তি পেতে হল না বিরাটকে। আইপিএল-এর আদর্শ আচরণবিধি লঙ্ঘন করার জন্য জরিমানা হল। এছাড়া কোনও শাস্তি হল না।
নিয়ম লঙ্ঘন বিরাটের
আইপিএল-এর আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিরাট কোহলি আইপিএল-এর আদর্শ আচরণবিধির ২.৮ অনুচ্ছেদের লেভেল ১ নিয়ম লঙ্ঘন করেছেন। তিনি এই নিয়ম লঙ্ঘন করার কথা মেনে নিয়েছেন। ম্যাচ রেফারি যে শাস্তির কথা ঘোষণা করেছেন, সেটা মেনে নিয়েছেন বিরাট। লেভেল ১ অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।’
রবিবার ইডেনে কী হয়েছিল?
কেকেআর-এর বিরুদ্ধে ব্যাটিং ওপেন করতে নেমে ৭ বল খেলে ১৮ রান করেন বিরাট। তিনি ১টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি মারেন। এরপর হর্ষিত রানার বলে কট অ্যান্ড বোল্ড হয়ে যান বিরাট। ফুলটস বল তাঁর বুকের উচ্চতায় ছিল। কিন্তু তা সত্ত্বেও নো বল দেননি আম্পায়াররা। এরপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিরাট। আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে। ক্রিকেটপ্রেমীদের একাংশ বিরাটের পাশে, আবার অনেকে দাবি করছেন, আম্পায়াররা ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। আইপিএল আয়োজকদের পক্ষ থেকে অবশ্য আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে কিছু বলা হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Virat Kohli: নো বলে আউট? আম্পায়ারের সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ বিরাট, ভাইরাল ভিডিও
KKR Vs RCB: বিতর্কের ম্যাচে আরসিবি-র বিরুদ্ধে ১ রানে জয়, পয়েন্ট তালিকায় দ্বিতীয় কেকেআর
Dinesh Karthik: আইপিএল-এ ২৫০ ম্যাচ, ধোনি-রোহিতের নজির স্পর্শ কার্তিকের