World Cup Final: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং ভারতের

১২ বছর পর ফের ওডিআই বিশ্বকাপ ফাইনাল খেলছে ভারতীয় দল। গত এক দশকে কোনও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ভারত। এবার সেই খরা কাটবে বলে আশায় সারা দেশ।

ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। ২০০৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার একই সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ভারতের ক্রিকেটপ্রেমীদের আশা, ২০ বছর আগে অস্ট্রেলিয়া যেভাবে প্রথমে ব্যাটিং করতে নেমে বিশাল স্কোর করে ম্যাচ পকেটে পুরে নিয়েছিল, এদিন ভারতীয় দল সেটাই করতে পারবে। কামিন্সের এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এখন দ্বিধাবিভক্ত। কেউ কেউ বলছেন, অস্ট্রেলিয়া প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় ভারতের সুবিধা হল। অনেকে আবার বলছেন, অস্ট্রেলিয়ার হয়তো অন্য কোনও পরিকল্পনা আছে। ম্যাচ যত গড়াবে তত বোঝা যাবে কামিন্স ঠিক সিদ্ধান্ত নিলেন কি না। 

অপরিবর্তিত ভারতীয় দল

Latest Videos

বিশ্বকাপ ফাইনালের আগে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে আলোচনা শুরু হলেও, ভারতীয় দলে কোনও বদল হয়নি। গত কয়েকটি ম্যাচে যাঁরা খেলেছিলেন, তাঁরাই ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছেন। এই ম্যাচে ভারতীয় দলে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ। ভারতের মতোই অস্ট্রেলিয়া দলেও কোনও বদল হয়নি। সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যাঁরা খেলেছিলেন তাঁরাই ফাইনালে খেলছেন। অস্ট্রেলিয়া দলে আছেন- ট্রেভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইনগ্লিস (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

টসে হেরে খুশি রোহিত

টসের পর ভারতের অধিনায়ক রোহিত বলেছেন, ‘আমি টসে জিতলে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতাম। পিচ দেখে ভালো বলেই মনে হচ্ছে। এটা বড় ম্যাচ। আমরা বড় স্কোর করতে চাই। দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। আমরা যখনই এখানে খেলি, প্রচুর দর্শক খেলা দেখতে আসেন। এটা ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ। আমাদের মাথা ঠান্ডা রেখে ভালো খেলতে হবে। অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্নপূরণ হল। আমাদের সামনে কী আছে আমি জানি। আমাদের ভালো খেলতে হবে এবং প্রত্যাশিত ফল পেতে হবে। মাঠে ঠিক সিদ্ধান্ত নিতে হবে। গত ১০ ম্যাচে আমার ঠিক সেটাই করতে পেরেছি। আমরা একই দল নিয়ে খেলছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Mohammed Shami: সেরার মুকুট উঠুক শামির মাথায়, বিশ্বকাপ ফাইনালে পণ অভিনেত্রী পায়েলের

ICC World Cup 2023: ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে গুজরাট পুলিশের সোশ্যাল মিডিয়া বার্তা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের