সংক্ষিপ্ত

এবারের ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়েছেন শামি। এর মধ্য়ে ৩টি ম্যাচে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন এই পেসার।

আর মাত্র কয়েকঘন্টা পরেই বিশ্বকাপের মহারণে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। একের পর এক ম্যাচে দূরন্ত পারফর্মেন্স দিয়ে অবশেষে বিশ্বকাপের ফাইনালে ভারত। কাপ পাওয়ার পথে আর মাত্র কিছুটা পথ। উল্লেখ্য বিশ্বকাপের সেমিফাইনালে নজরকাড়া পারফর্মেন্স দেখিয়েছিলেন মহম্মদ শামি। ফাইনালে ঠিক কতটা ফর্মে তিনি তা নিয়ে ইতিমধ্যেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে ক্রিকেট প্রেমীদের। তবে ফাইনালেও নিজের ফর্ম ধরে স্রেষ্ঠত্বের আসনে বসুক শামী, এমনটাই চাইছেন অভিনেত্রী পায়েলে। এই প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন তিনি। সংবাদ মাধ্যমকে তিনি স্পষ্টই জানিয়েছে মহম্মদ শামির একনিষ্ঠ ভক্ত পায়েল। শামীর খেলা দেখার জন্য রাতের পর রাত জেগেছেন বলেও জানান পায়েল। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ৭টি উইকেট নিয়েছেন শামি। এই ম্যাচের পর থেকেই শামিকে নিয়ে আশা আরও বেড়ে গিয়েছে ভক্তদের, ফাইনালেও কি একই ফর্মে দেখা যাবে তাঁকে এটাই এখন বড় প্রশ্ন।

বিশ্বকাপ চলাকালীন মহম্মদ শামিকে নিয়ে একের পর এক পোস্ট করেছেন অভিনেত্রী পায়েল। সোশ্যাল মিডিয়ায় তিনি এও জানিয়েছিলেন যে, শামীতে মগ্ন হয়েই বিনিদ্র রাত কাটছে তাঁর। এবার বিশ্বকাপের ফাইনালেও স্রেষ্টত্বের শিরোপা শামির মাথায় উঠুক এমনটাই চান তিনি। তবে এবারের বিশ্বকাপে সুযোগ পেয়েও আহমেদাবাদে যাচ্ছেন না পায়েল। কিন্তু কেন? একটি বিশিষ্ট সংবাদমাধ্যমকে পায়েল জানিয়েছেন, বাড়ির সোফাটা তাঁর কাছে অত্যন্ত লাকি, তাই ওখানে বসে ম্যাচ দেখলে ভারত জিতবে বলে আশা তাঁর।

বিশ্বকাপের সেরা বোলার শামি

এবারের ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়েছেন শামি। এর মধ্য়ে ৩টি ম্যাচে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন এই পেসার। বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট নেন শামি। তিনি ভারতীয় দলকে ফাইনালে নিয়ে যেতে বড় ভূমিকা পালন করেছেন। শামির আগে ভারতের কোনও বোলার ওডিআই বিশ্বকাপের একটি ম্যাচে ৭ উইকেট নিতে পারেননি। ফলে নতুন নজির গড়েছেন এই পেসার। রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতকে তৃতীয়বার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন করতে চান শামি।