সোমবার টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচে জয় পেলেই সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করবে ভারত।
বিশাল অঘটন না ঘটলে চলতি টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে জায়গা করে নিচ্ছে ভারতীয় দল। সোমবার সুপার এইট পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেলেই সেমি-ফাইনালে পৌঁছে যাবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এমনকী, অস্ট্রেলিয়ার কাছে হেরেও সেমি-ফাইনালে পৌঁছে যেতে পারে ভারত। সুপার এইট গ্রুপ ২ থেকে ইতিমধ্যেই সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করেছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সোমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত সুপার এইট গ্রুপ ১-এর শীর্ষে থাকলে সেমি-ফাইনালে গ্রুপ ২-এর দ্বিতীয় স্থানাধিকারী ইংল্যান্ডের মুখোমুখি হবে। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। বৃহস্পতিবার গায়ানায় সেই হারের বদলা নেওয়ার সুযোগ পেতে পারেন জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়ারা।
অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে গেলে কী হবে?
সোমবার ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারে। সেক্ষেত্রে গ্রুপ ২-এর শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। যে কোনও বড় টুর্নামেন্টের নক-আউটে দক্ষিণ আফ্রিকার রেকর্ড খুব খারাপ। ফলে ইংল্যান্ডের বদলে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়া ভারতীয় দলের পক্ষে ভালোই হবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এগিয়ে ভারত
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত ৫ বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। এর মধ্যে ৩ ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। ২ ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এবারের টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। গ্রুপের শেষ ম্যাচে কানাডার মুখোমুখি হয়েছিল ভারত। বৃষ্টির জেরে সেই ম্যাচ ভেস্তে যায়। সোমবার ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের আগেও বৃষ্টি নেমেছে। ফলে এই ম্যাচ হওয়া নিয়ে সংশয় রয়েছে। তবে ভারতীয় দলের আশা, ঠিক সময়েই ম্যাচ শুরু হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Australia Vs India: সেন্ট লুসিয়ায় বৃষ্টি, ঠিক সময়ে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ?
Bangladesh: এখনও সেমি-ফাইনাল খেলতে পারে! ভারতের সাহায্য পাওয়ার আশায় বাংলাদেশ