Pakistan: ভারতের সাহায্য পেয়ে টি-২০ বিশ্বকাপের সুপার এইটে পৌঁছতে পারবে পাকিস্তান?

Published : Jun 13, 2024, 02:44 AM ISTUpdated : Jun 13, 2024, 03:05 AM IST
India vs Pakistan Fans with Flags

সংক্ষিপ্ত

ভারত ও পাকিস্তানের যতই শত্রুতা থাকুক না কেন, ভারতের জন্যই চলতি টি-২০ বিশ্বকাপে সুপার এইটের যোগ্যতা অর্জন করার দৌড়ে এখনও টিকে আছে পাকিস্তান।

ভারতের সাহায্য পাওয়া গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও চলতি টি-২০ বিশ্বকাপের সুপার এইটের যোগ্যতা অর্জন করার লড়াইয়ে বেশ চাপে পাকিস্তান। গ্রুপের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। তার আগে অবশ্য আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপ এ-তে আয়ারল্যান্ডই একমাত্র দল যারা এখনও পয়েন্ট পায়নি। ভারত ও কানাডার কাছে হেরে গিয়েছে আইরিশরা। কিন্তু তাদের উপরেই এখন ভরসা করছে পাকিস্তান। শুক্রবার আয়ারল্যান্ড যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিতে পারে, একমাত্র তাহলেই পাকিস্তানের সুযোগ থাকবে। এই ম্যাচে যদি মার্কিন যুক্তরাষ্ট্র জয় পায়, তাহলে পাকিস্তানের আর কোনও সুযোগ থাকবে না।

কোন অঙ্কে সুপার এইটের যোগ্যতা অর্জন করতে পারে পাকিস্তান?

পাকিস্তানকে যদি সুপার এইটের যোগ্যতা অর্জন করতে হয়, তাহলে শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পয়েন্ট পাওয়া চলবে না। এই ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারতে হবে। বৃষ্টির জন্য যদি ম্যাচ ভেস্তে যায়, তাহলেও চলবে না। এই ম্যাচ ভেস্তে গেলে ১ পয়েন্ট পাবে মার্কিন যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে পাকিস্তানের আর সুপার এইটের যোগ্যতা অর্জনের সুযোগ থাকবে না। গত কয়েকদিন ধরে লডারহিলে বৃষ্টি হচ্ছে। শুক্রবারও ফ্লোরিডায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে পাকিস্তানের কপাল পুড়বে।

আয়ারল্যান্ডের হাতেই পাকিস্তানের ভাগ্য

গ্রুপ এ-তে আয়ারল্যান্ডের শেষ ২ ম্যাচের উপরেই পাকিস্তানের সুপার এইটের যোগ্যতা অর্জন নির্ভর করছে। আয়ারল্যান্ড যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পায় এবং পাকিস্তানের কাছে হেরে যায়, একমাত্র তাহলেই সুপার এইটের যোগ্যতা অর্জন করতে পারে পাকিস্তান। তবে পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ যদি বৃষ্টির জন্য ভেস্তে যায়, তাহলে আয়ারল্যান্ডের কাছে হেরেও সুপার এইটের যোগ্যতা অর্জন করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Rohit Sharma: 'এখানে খেলা সহজ নয়, স্বস্তি পেলাম', সুপার এইট নিশ্চিত হওয়ার পর বললেন রোহিত

United States Vs India: আর্শদীপ-সূর্যকুমারের দুরন্ত পারফরম্যান্স, আমেরিকাকে হারিয়ে সুপার এইটে ভারত

India Vs Pakistan: লাহোরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত?

PREV
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার