এবারের টি-২০ বিশ্বকাপে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামেই গ্রুপের ৩টি ম্যাচ খেলল ভারতীয় দল। পিচ নিয়ে সমস্যায় পড়লেও, সব ম্যাচেই জয় পেল ভারত।
প্রত্যাশামতোই মার্কিন যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়ে চলতি টি-২০ বিশ্বকাপে টানা ৩ ম্যাচ জিতে সুপার এইটের যোগ্যতা অর্জন করল ভারতীয় দল। এবারের টি-২০ বিশ্বকাপে ভারত যে ৩ ম্যাচ খেলেছে, তার মধ্যে কোনও ম্যাচেই বেশি রান হয়নি। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচ ভারতীয় দলের কাছে আতঙ্কের হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১১১ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিরাট কোহলি ও রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। তবে ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব ও শিবম দুবের লড়াইয়ে জয় পেল ভারত। দল সুপার এইটের যোগ্যতা অর্জন করে ফেলায় গ্রুপের শেষ ম্যাচে কানাডার বিরুদ্ধে খোলা মনে খেলতে নামতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা।
স্বস্তি পেলেন রোহিত
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পাওয়ার পর ভারতের অধিনায়ক রোহিত বলেছেন, ‘এই ম্যাচ যে কঠিন হবে সেটা আমরা জানতাম। আমরা যেভাবে স্নায়ুর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছি এবং পার্টনারশিপ গড়ে তুলতে পেরেছি, তার জন্য কৃতিত্ব দিতেই হবে। পরিণত মানসিকতার পরিচয় দেওয়া এবং আমাদের জয় এনে দেওয়ার জন্য সূর্য (সূর্যকুমার যাদব) ও (শিবম) দুবেকে কৃতিত্ব দিতেই হবে। আমরা সুপার এইটের যোগ্যতা অর্জন করতে পারায় স্বস্তি পেলাম। এখানে ক্রিকেট খেলা সহজ নয়। আমরা ৩ ম্যাচেই শেষপর্যন্ত লড়াই করতে হল। এই ম্যাচগুলিতে জয় পাওয়ায় আমাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে।’
প্রতিপক্ষের প্রশংসায় রোহিত
বুধবারের ম্যাচেও অসাধারণ পারফরম্যান্স দেখান মার্কিন যুক্তরাষ্ট্রের পেসার সৌরভ নেত্রভলকর। তিনি বিরাট ও রোহিতের উইকেট নেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের প্রশংসা করে রোহিত বলেছেন, ‘এরা অনেকেই একসঙ্গে ক্রিকেট খেলেছে। ওদের উন্নতি দেখে খুব ভালো লাগছে। ওদের গত বছর মেজর লিগ ক্রিকেটে দেখেছিলাম। ওরা সবাই কঠোর পরিশ্রম করে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
United States Vs India: আর্শদীপ-সূর্যকুমারের দুরন্ত পারফরম্যান্স, আমেরিকাকে হারিয়ে সুপার এইটে ভারত
India Vs Pakistan: লাহোরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত?