India Vs Bangladesh: 'দিস টাইম পারফর্মিং, হোয়াট হ্যাপেনিং,' বাংলাদেশকে ব্যঙ্গ অশ্বিনের

Published : Jun 24, 2024, 07:50 PM ISTUpdated : Jun 24, 2024, 08:23 PM IST
Ashwin

সংক্ষিপ্ত

ভারতের সঙ্গে বেশিরভাগ ম্যাচেই হেরে গেলেও, নিজেদের বিরাট শক্তিশালী দল বলে দাবি করে বাংলাদেশ। এবারের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল  বাংলাদেশকে হারিয়ে দেওয়ার পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় শাকিব আল-হাসানদের ব্যঙ্গ করছেন।

ক্রিকেট দুনিয়ায় হাসির খোরাকে পরিণত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এক সঞ্চালকের ভুল ইংরাজি। তিনি আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মইন আলির মতো ক্রিকেটারদের প্রশ্ন করছিলেন, 'ফাইনাল ম্যাচ, ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং?' এই ক্রিকেটাররা এরকম প্রশ্ন শুনে হকচকিয়ে যান। বাংলাদেশী সঞ্চালক কী বলতে চাইছেন, সেটা বুঝতেই সময় লাগে। এবার টি-২০ বিশ্বকাপের সুপার এইটে ভারত-বাংলাদেশ ম্যাচের পর সে কথা উল্লেখ করেই বাংলাদেশকে ব্যঙ্গ করলেন রবিচন্দ্রন অশ্বিন। 'এক্স' হ্যান্ডলে বিখ্যাত সঙ্গীতশিল্পী শাকিরার ভিডিও শেয়ার করে অশ্বিন লিখেছেন, ‘দিস টাইম পারফর্মিং, হোয়াট হ্যাপেনিং?’ অশ্বিনের এই পোস্টে অনেকেই নানা মন্তব্য করছেন।

বাংলাদেশকে কটাক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদেরও

'ফাইনাল ম্যাচ, ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং?' নিয়ে বাংলাদেশকে কটাক্ষ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররাও। প্রথমবার টি-২০ বিশ্বকাপে যোগ দিয়েই সাড়া ফেলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে দিয়েছেন সৌরভ নেত্রভলকররা। তাঁরা সুপার এইটের যোগ্যতা অর্জনও করেন। সোশ্যাল মিডিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সতীর্থ অ্যারন জোন্সকে আলি খান প্রশ্ন করছেন, ‘ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং? ফার্স্ট গেম, ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং?’ জোন্সও মজার ছলে বলেন, ‘হোয়াট ইউ মিন?’

 

 

সারা বিশ্বে খোরাকে পরিণত বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেট ম্যাচ থাকলেই গ্যালারিতে নকল বাঘ নিয়ে দেখা যায় সমর্থকদের। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে 'টাইগার' বলা হয়। যদিও পারফরম্যান্সে সেই দাপট নেই। এখনও পর্যন্ত ক্রিকেটে বড় শক্তি হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। কিন্তু সমর্থকরা নিজেদের দলকে বিশ্বসেরা মনে করেন। এই মনোভাবের জন্য সারা বিশ্বে খোরাকে পরিণত হয়েছে বাংলাদেশ। সবাই ব্যঙ্গ করে।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Bangladesh: এখনও সেমি-ফাইনাল খেলতে পারে! ভারতের সাহায্য পাওয়ার আশায় বাংলাদেশ

India Vs Bangladesh: 'দলটা তো বাংলাদেশ, এত গুরুত্ব দেওয়ার কী আছে?' ফের শাকিবদের ধুয়ে দিলেন সেহবাগ

India Vs Bangladesh: 'বাঘবন্দি খেলা,' টি-২০ বিশ্বকাপে ভারতের জয়ের পর বাংলাদেশকে ট্রোল পশ্চিমবঙ্গ পুলিশের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত