Virushka: ভারতের অন্যতম জনপ্রিয় দম্পতি বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। বিরাটের সঙ্গে বিভিন্ন দেশে গিয়েছেন অনুষ্কা। তবে একবার নিউজিল্যান্ডে (New Zealand) গিয়ে তাঁদের সমস্যায় পড়তে হয়েছিল।

DID YOU
KNOW
?
আইসিসি টুর্নামেন্ট জয়
ভারতীয় দলের হয়ে টি-২০ বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন বিরাট কোহলি। তবে তিনি ওডিআই, টেস্টে বিশ্বসেরা হতে পারেননি।

Virat Kohli-Anushka Sharma: নিউজিল্যান্ডে (New Zealand) এক ক্যাফেতে আড্ডা দিতে গিয়ে সেখানকার কর্মীদের রক্তচক্ষুর মুখে পড়তে হল বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে। তাঁদের ক্যাফে থেকে বের করে দেওয়া হয়। এমনই জানালেন ভারতের মহিলা দলের অলরাউন্ডার জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues)। তিনি জানিয়েছেন, বিরাট ও অনুষ্কা যখন নিউজিল্যান্ডে গিয়েছিলেন, তখন তাঁরাও সেখানে ছিলেন। এক হোটেলের ক্যাফেতে তাঁদের দেখা হয়। জেমাইমার সঙ্গে ছিলেন তাঁর সতীর্থ স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। তাঁরা একসঙ্গে আড্ডা শুরু করেন। সেই আড্ডার বিষয় ছিল ক্রিকেট এবং আরও অনেককিছু। সেই আড্ডা কিছুতেই শেষ হচ্ছিল না। ঘণ্টার পর ঘণ্টা ধরে কথা চলছিল। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ক্যাফের কর্মীরা। তাঁরা জোর করে আড্ডা থামিয়ে দেন।

ঠিক কী হয়েছিল?

জেমাইমা জানিয়েছেন, 'আমাদের আড্ডা শুরু হওয়ার পর প্রথম আধ ঘণ্টায় শুধু ক্রিকেট নিয়ে আলোচনা হয়। স্মৃতি ও আমাকে বিরাট বলে, তোমাদের দু'জনের মহিলা ক্রিকেটকে বদলে দেওয়ার ক্ষমতা আছে। আমি সেটা দেখতে পাচ্ছি। এরপর ক্রিকেটের বাইরে জীবনের অন্য অনেক বিষয়ে নিয়ে আলোচনা শুরু হয়। মনে হচ্ছিল অনেকদিন পর পুরনো বন্ধুদের দেখা হয়েছে। আমাদের আড্ডা চার ঘণ্টা ধরে চলেছিল। তারপর আড্ডা শেষ হয়ে যাওয়ার একমাত্র কারণ ছিল, আমাদের ক্যাফে থেকে বের করে দেওয়া হয়েছিল।'

এখন বিদেশেই থাকছেন বিরাট-অনুষ্কা

বিরাট ও অনুষ্কা বেশ কিছুদিন ধরেই লন্ডনে (London) থাকছেন। তাঁদের দ্বিতীয় সন্তানের জন্মের পরেই লন্ডনে চলে যান। বিসিসিআই-এর (BCCI) বিশেষ অনুমতি নিয়ে লন্ডন থেকেই ফিটনেস টেস্ট দিয়েছেন বিরাট। তিনি আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজে ভারতীয় দলে ফিরবেন। তবে এই তারকা ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে (2027 ICC Men's Cricket World Cup) খেলবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। বিসিসিআই ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপর সবকিছু নির্ভর করছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।