সংক্ষিপ্ত
বৃহস্পতিবার শারজায় শুরু হচ্ছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। বাংলাদেশে অস্থির পরিস্থিতির জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে সরে গিয়েছে এই টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছে ভারতীয় দল।
শুক্রবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এরপর রবিবার দ্বিতীয় ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হচ্ছে হরমনপ্রীত কউরের দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়ে তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগেই তৈরি হয়ে যাবেন আত্মবিশ্বাসী ভারতীয় দলের তারকা ওপেনার স্মৃতি মন্ধানা। তিনি ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচে অন্য সবকিছুকে ছাপিয়ে যায় দুই দলের সমর্থকদের আবেগ। এমন নয় যে দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে কথা বলে না। কিন্তু দুই দেশের আবেগ মারাত্মক হয়ে যায়। তবে আমার কাছে বিশ্বকাপের সব ম্যাচই বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা সব ম্যাচেই জয়ের জন্য সমান চেষ্টা করি।’
বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের ব্যাপারে আত্মবিশ্বাসী স্মৃতি
এবারের টি-২০ বিশ্বকাপ প্রসঙ্গে স্মৃতি বলেছেন, ‘বিশ্বকাপে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। সবাইকে সবসময় ১০০ শতাংশ দিতে হয়। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা শক্তিশালী দল। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভুল করা চলবে না। অস্ট্রেলিয়াকে হারাতে হলে ম্যাচের দিন সেরা পারফরম্যান্স দেখাতে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা সবসময়ই উত্তেজক। কারণ, অস্ট্রেলিয়া খুব ভালো দল। ওদের হারানো খুব কঠিন।’
৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
১৩ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। গ্রুপের প্রথম দিকের ম্যাচগুলি দুবাইয়ে খেললেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শারজায় খেলতে হবে স্মৃতিদের। ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০২০ সালে টি-২০ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারত। ২০২৩ সালে টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই হেরে যায় ভারত। সেই হারের কথা মনে আছে স্মৃতির। এই কারণেই তিনি এবার সতর্ক। ভালো পারফরম্যান্স দেখিয়ে ভারতের মহিলা ক্রিকেট দলকে প্রথমবার সিনিয়র পর্যায়ে বিশ্বসেরা করাই স্মৃতির লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
মহিলাদের টি-২০ বিশ্বকাপে গ্রুপে ভারতের প্রতিপক্ষ কারা? কবে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই?
'রোহিত শর্মা অনুপ্রেরণা,' মহিলাদের টি-২০ বিশ্বকাপের আগে বার্তা শেফালি ভার্মার
WCL 2024: পাকিস্তানকে হারিয়ে এল ট্রফি, ফের ক্রিকেটে বিশ্বসেরা ভারত