সংক্ষিপ্ত
ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ৩ ম্যাচের নিষ্পত্তি হলেও, আমেদাবাদে চতুর্থ ম্যাচ ড্র হয়ে গেল। ফলে সিরিজের ফল হল ২-১। তবে এই ম্যাচ ড্র হলেও ভারতীয় দলের সমস্যা হল না।
ড্র হয়ে গেল আমেদাবাদ টেস্ট ম্যাচ। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৫ রান করার পরেই ইনিংস ডিক্লেয়ার করে দেয় অস্ট্রেলিয়া। তখনও এক ঘণ্টার বেশি খেলা বাকি ছিল। কিন্তু ম্যাচের নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা না থাকায় দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচ শেষ করে দেওয়া হয়। নাগপুরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ইনিংস ও ১৩২ রানে জয় পায় ভারত। এরপর দিল্লিতে দ্বিতীয় টেস্ট ম্যাচে ৬ উইকেটে জয় পায় ভারত। ইন্দোরে সিরিজের তৃতীয় ম্যাচে ৯ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। এরপর চতুর্থ ম্যাচ ড্র হয়ে গেল। ১৮৬ রানের অসাধারণ ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হলেন বিরাট কোহলি। যুগ্মভাবে সিরিজের সেরা নির্বাচিত হলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। এই সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন অশ্বিন ও জাদেজা। প্রথম ৩ ম্যাচে বড় রান না পেলেও, আমেদাবাদে দুর্দান্ত ইনিংস খেললেন বিরাট।
আমেদাবাদ টেস্ট ম্যাচ ড্র হওয়ার পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘দুর্দান্ত একটি সিরিজ হল। শুরু থেকেই উত্তেজনা বজায় ছিল। অনেক ক্রিকেটারই এই প্রথম বর্ডার-গাভাসকর সিরিজে খেলল। আমরা এই সিরিজ ও প্রতিপক্ষের গুরুত্ব জানি। আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে। আমরা বিভিন্ন সময়ে চ্যালেঞ্জের মোকাবিলা করতে পেরেছি। আমরা জানতাম এই সিরিজের শুরুটা ভালোভাবে করা কতটা জরুরি ছিল। দিল্লি টেস্ট ম্যাচে আমরা যেভাবে জয় পেয়েছি, তার জন্য আমি গর্বিত। আমরা পিছিয়ে পড়েছিলাম। সেখান থেকে প্রত্যাবর্তন ঘটিয়ে জয় পাই। ইন্দোরে আমরা চাপে পড়ে গিয়েছিলাম। সেই ম্যাচে আমরা হেরে যাই। এই সিরিজে আমাদের দলের অনেক ক্রিকেটারই ভালো পারফরম্যান্স দেখিয়েছে এবং নিজেদের দায়িত্ব পালন করেছে। তার ফলে আমরা কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি। এই সিরিজে আমাদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’
অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বলেছেন, ‘আমেদাবাদ টেস্ট ম্যাচ মন্থরভাবে শেষ হল। এখানে পিচ ব্যাটারদের সহায়ক ছিল। ভারতের মাটিতে দলের সবাই খুব ভালো সময় কাটিয়েছে। আতিথেয়তার তুলনা নেই। দর্শকদের আচরণও অসাধারণ ছিল। সিরিজ যত এগোতে থাকে আমাদের পারফরম্যান্স তত ভালো হতে থাকে। দিল্লি টেস্ট ম্যাচে আমরা এক ঘণ্টা ভালো খেলতে পারিনি। তার ফলেই ম্যাচ হারতে হয়। এখানে উইকেট এতটাই পাটা ছিল যে কোনও ফল হওয়া সম্ভব ছিল না। স্পিনারর খুব ভালো বোলিং করেছে। নাথান লিয়নকে আমি সেরা বোলিং করতে দেখলাম।’
আরও পড়ুন-
WTC 2023: শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় নিউজিল্যান্ডের, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত
এক ম্য়াচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার টি-২০ সিরিজ জয় বাংলাদেশের
হাওড়া ইউনিয়নের শতবর্ষ, ক্লাব তাঁবুতে বিশেষ অনুষ্ঠানে সৌরভ, গুরবক্স, সম্বরণ