সংক্ষিপ্ত
২০১১ সালে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল। ১২ বছর পর ফের ভারতের মাটিতে হচ্ছে ওডিআই বিশ্বকাপ। চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ভারত।
২০১১ সালে ভারতীয় দল যখন ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, তখনও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি উইকেটকিপার-ব্যাটার কে এল রাহুল। তিনি তখন উঠতি ক্রিকেটার। বেঙ্গালুরুতে বন্ধুদের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলের সাফল্য উপভোগ করেছিলেন রাহুল। ১২ বছর আগের সেই দিনের স্মৃতিচারণা করেছেন এই তারকা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচের আগের দিন তিনি বলেছেন, ‘আমি সেই সময় বেঙ্গালুরুতে ছিলাম। কয়েকজন বন্ধুর সঙ্গে খেলা দেখছিলাম। আমরা যখন পরপর ২ উইকেট হারাই, সেই সময়ের কথা মনে আছে। আমাদের সবারই মনে হয়েছিল, আমরা হেরে গেলাম। আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়েছিলাম। কারণ, আমাদের মনে হয়েছিল, ম্যাচ শেষ হওয়ার পর যানজট হতে পারে। কিন্তু আমরা বাড়ি ফেরার পরেই দেখি ভালো পার্টনারশিপ তৈরি হচ্ছে। গৌতম ভাই (গম্ভীর) আর বিরাট (কোহলি) ভালো পার্টনারশিপ গড়ে তোলে। তারপর গৌতি ভাই (গৌতম গম্ভীর) ও মাহি ভাই (ধোনি) পার্টনারশিপ গড়ে তোলে। আমরা ম্যাচ জেতার পর গাড়ি নিয়ে বেঙ্গালুরুর সবচেয়ে ব্যস্ত অঞ্চলে চলে যাই। সেখানে তখন পরিবেশ একেবারে অন্যরকম ছিল। সেখানে তখন দেখার মতো দৃশ্য ছিল। সবাই আনন্দে লাফাচ্ছিল, ভারতের বিশ্বকাপ জয় উদযাপন করছিল। সবাই খুব আনন্দ করছিল। এবার আমরা ফের সেই মুহূর্ত তৈরি করতে চাই।’
রাহুল আরও বলেছেন, ‘সেটা আমাদের ভারতীয়দের জন্য গর্বের মুহূর্ত ছিল। আশা করি আমরা দেশের মানুষকে ফের গর্বিত হওয়ার সুযোগ দিতে পারব। আমরা নিজেদের সর্বস্ব দেব। আগামী ২ মাস আমরা নিজেদের উজাড় করে দেব।’
২০১৯ সালে প্রথমবার ওডিআই বিশ্বকাপ খেলেন রাহুল। সেবার ভারতীয় দল সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। এবার চ্যাম্পিয়ন হওয়াই তাঁর লক্ষ্য। এবারের বিশ্বকাপে ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলবেন রাহুল। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত থাকার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে অপরাজিত অর্ধশতরান করেন এই তারকা। তিনি বলেছেন, 'আমি প্রথমবার দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে চলেছি। আমাদের দলের অনেকেই প্রথমবার দেশের মাটিতে বিশ্বকাপ খেলছে। আশা করি বিশ্বকাপ উপভোগ করতে পারব আমরা। প্রত্যাশা আকাশ ছুঁয়েছে। কিন্তু ভারতীয় দলের উপর সবসময়ই প্রত্যাশার চাপ থাকে। আশা করি আমরা ভালো পারফরম্যান্স দেখাতে পারব এবং দেশের মানুষকে গর্বিত করে তুলতে পারব।'
আরও পড়ুন-
Varanasi Cricket Stadium: বারাণসী ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
Pakistan Cricket Team: ভিসা সমস্যায় দুবাইয়ে প্রস্তুতি শিবিরের পরিকল্পনা বাতিল পাকিস্তানের
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের উদযাপন, সুইমিং পুলে নাচ বিরাট-রোহিতের