India Vs England: দেশের মাটিতে প্রথম টেস্ট ইনিংসে শতরান না পেয়ে হতাশ নন, উন্নতি নিয়েই ভাবছেন যশস্বী

Published : Jan 26, 2024, 11:00 PM ISTUpdated : Jan 26, 2024, 11:28 PM IST
Yashasvi Jaiswal

সংক্ষিপ্ত

হায়দরাবাদ টেস্ট ম্যাচের প্রথম ২ দিনই ভারতীয় দলের দাপট দেখা গেল। শনিবার ম্যাচের তৃতীয় দিনই হয়তো ভারতের জয় নিশ্চিত হয়ে যেতে পারে।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অভিষেক টেস্টেই শতরান করেছিলেন। দেশের মাটিতে প্রথম টেস্ট ম্যাচেও শতরানের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ভারতীয় দলের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। তবে অল্পের জন্য তিনি শতরান পাননি। যদিও সেটা নিয়ে আফশোস করতে নারাজ যশস্বী। তিনি দলের জন্য অবদান রাখতে পেরেই খুশি। ব্যাটিংয়ে কীভাবে উন্নতি করা যায়, সেটা নিয়েই ভাবছেন এই তরুণ। হায়দরাবাদ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার প যশস্বী বলেছেন, 'আমি শতরান করতে পারলে দারুণ ব্যাপার হত। কিন্তু আমার মনোভাব ও রান করার পদ্ধতিই আসল। তার ফলেই আমি শতরানের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। আমি ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিং করছিলাম। আমি যাতে ইনিংস গড়ে তুলতে পারি সেটা নিশ্চিত করার কথা ভাবছিলাম। আমি ভালো ব্যাটিংই করেছি। আমি সেরা খেলার চেষ্টা করছিলাম। কখনও কখনও আক্রমণাত্মক ব্যাটিং করলে ভালো ফল পাওয়া যায়। কখনও আবার আক্রমণাত্মক ব্যাটিং করলে ভালো ফল পাওয়া যায় না। আমি ভুল করতে পারি এবং আউট হয়ে যেতে পারি। কিন্তু আমি যাতে ভুল থেকে শিক্ষা নিতে পারি, সেটা নিশ্চিত করতে চাই।' 

দেশের মাটিতে প্রথম টেস্ট ইনিংস খেলে খুশি যশস্বী

এর আগে বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ খেললেও, দেশের মাটিতে প্রথমবার লাল বলের ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচ খেললেন যশস্বী। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করার পর এই তরুণ ব্যাটার বলেছেন, ‘এটাই ভারতে আমার প্রথম টেস্ট ম্যাচ। আমি দলের জন্য ভালো খেলার চেষ্টা করছিলাম। দলের জন্য অবদান রাখাই আমার লক্ষ্য ছিল। আমি যখন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকায় খেলছিলাম, তখন পরিবেশ-পরিস্থিতি আলাদা ছিল। ওখানে খেলা অন্যরকম ছিল। তবে আমি সব জায়গাতেই খেলা উপভোগ করছি। আমি দেশের হয়ে যেখানেই খেলি না কেন, সবসময়ই গর্ব অনুভব করি। দেশের হয়ে খেলা সবসময় সম্মানের ব্যাপার।’

হায়দরাবাদের উইকেট নিয়ে খুশি যশস্বী

যশস্বী জানিয়েছেন, হায়দরাবাদে পাটা উইকেট হয়নি। পিচ থেকে স্পিনাররা সাহায্য পাচ্ছেন। ফলে ম্যাচ যত এগোবে, ব্যাটারদের পক্ষে শট খেলা ততই কঠিন হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Ranji Trophy: ১৬০ বলে ৩২৩! প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ত্রিশতরান তন্ময় আগরওয়ালের

India Vs England: বোলিংয়ের পর ব্যাটিংয়েও দুরন্ত জাদেজা, ইংল্যান্ডের বিরুদ্ধে বড় লিড ভারতের

Australia Vs West Indies: ক্রিকেট মাঠে সামারসল্ট! ব্রিসবেনে নজর কাড়ল কেভিন সিনক্লেয়ারের সেলিব্রেশন, ভাইরাল ভিডিও

PREV
click me!

Recommended Stories

Ranji Trophy 2025: রঞ্জিতে বাংলা বনাম আসাম ম্যাচ ড্র, জয় হাতছাড়া শামিদের
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট: গুয়াহাটিতে পৌঁছলেন, খেলতে পারবেন শুবমান গিল?