শুবমানের টেকনিকে উন্নতি করতে সাহায্য করেছেন যুবরাজ, জানালেন যোগরাজ

সম্প্রতি কয়েকটি ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় ক্রিকেট দলের ভরসা হয়ে উঠেছেন তরুণ ব্যাটার শুবমান গিল। তাঁর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ক্রিকেটার, সতীর্থ, ক্রিকেটপ্রেমীরা।

ভারতীয়দের মধ্যে দ্রুততম ব্যাটার হিসেবে ওডিআই ফর্ম্যাটে ১,০০০ রান, কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ওডিআই ফর্ম্যাটে দ্বিশতরান-সহ একাধিক রেকর্ড গড়েছেন শুবমান গিল। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের পর থেকেই ক্রিকেট দুনিয়ায় বন্দিত হচ্ছেন শুবমান। তবে এই তরুণ ব্যাটারের কীর্তির পিছনে ভারতেরই এক চ্যাম্পিয়ন ক্রিকেটারের অবদান রয়েছে যা অনেকেই জানতেন না। শুবমানকে ব্যাটার হিসেবে উন্নতি করতে সাহায্য করেছেন ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের তারকা অলরাউন্ডার যুবরাজ সিং। এশিয়ানেট নিউজ এবলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে যুবরাজের বাবা যোগরাজ সিং জানিয়েছেন, 'শুবমানকে ক্রিকেটার হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে যুবির যাবতীয় কৃতিত্ব প্রাপ্য। ওর কঠোর পরিশ্রমই অন্য পর্যায়ের ক্রিকেটার হয়ে উঠতে সাহায্য করেছে। ও অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছে। আমার ছেলে পাঞ্জাবের ক্রিকেটারকেই উন্নতি করতে সাহায্য করেছে। তাদের অন্যতম শুবমান। যুবির এই কৃতিত্বে আমি গর্বিত।'

যোগরাজ আরও জানিয়েছেন, 'যুবি আর আমি পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন স্টেডিয়ামে আয়োজিত শিবিরে শুবমানকে নিয়ে কাজ শুরু করি, তখন ওর ডান হাতের নীচের অংশ এখনকার তুলনায় কম নমনীয় ছিল। আমাদের মনে হয়েছিল, শুবমানের হাতের নড়াচড়া ঠিক করতে হবে। যুবি কাজে নেমে পড়ে। আমি শুবমানকে বলি, স্কোয়াশ বল অর্ধেক করে কেটে ব্যাটিং গ্লাভসের মধ্যে রাখতে হবে। এতে প্রথম দিকে হাত নাড়ানোর ক্ষেত্রে সমস্যা হলেও, পরে ঠিক হয়ে যাবে এবং ও ইচ্ছামতো শট খেলতে পারবে। আমাদের এই পরিকল্পনা সফল হয়েছে। পুরো কৃতিত্বটাই যুবির। ও শুবমানের টেকনিকে বদল আনার লক্ষ্যে সফল হয়েছে। শুবমানের সঙ্গে ৬-৭ মাস ধরে কাজ করেছে যুবি। ওর সঙ্গে সবমসয় শুবমানের যোগাযোগ রয়েছে। শুবমান জাতীয় দলের হয়ে খেলতে গেলেও যুবির সঙ্গে ফোনে কথা হয়। যুবির কাছ থেকে পরামর্শ নেয় শুবমান। যখন প্রয়োজন হয় আমিও শুবমানকে পরামর্শ দিই।'

Latest Videos

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে শুবমানের অসাধারণ ইনিংস প্রসঙ্গে যোগরাজ বলেছেন, 'শুবমানের ডান হাত এখন খুব ভালো চলছে। মিড উইকেট ও মিড অনে খুব ভালো শট খেলতে পারছে। ওর সঙ্গে কাজ করছে রাহুল দ্রাবিড়। ওরও কৃতিত্ব প্রাপ্য। একজন ক্রিকেটারের দ্বিশতরান করা ভারতীয় ক্রিকেটের পক্ষে খুব ভালো। নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে দ্বিশতরান করা দারুণ ব্যাপার। কারণ, ওরা এখন ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। শুবমানের এই সাফল্যে আমি খুব খুশি।'

আরও পড়ুন-

ব্যাটে বল লাগেনি, বোল্ড হয়নি, কীভাবে আউট? ক্ষুব্ধ হার্দিক পান্ডিয়ার স্ত্রী

ধোনির মতোই বড় শট খেলতে পারেন, শুবমান গিলের প্রশংসায় সঞ্জয় মঞ্জরেকর

ভারতীয় ক্রিকেটে আরও এক তারকার উত্থান, ২০৮ রানের বিক্রমে শুবমান-এ মোহিত ক্রিকেট দুনিয়া

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today