সংক্ষিপ্ত
ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়ার আউট নিয়ে বিতর্ক। মুখ খুললেন এই অলরাউন্ডারের স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ।
হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়ার আউটের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক উস্কে দিলেন নাতাশা স্ট্যানকোভিচ। হার্দিকের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, 'ব্যাটে বল লাগেনি, বোল্ডও হয়নি। তাহলে কীভাবে আউট হল?' বুধবার হায়দরাবাদে শুবমান গিলের সঙ্গে হার্দিকের পার্টনারশিপে ৭৪ রান যোগ হয়। ভারতের ইনিংসে এই পার্টনারশিপই সবচেয়ে ভালো ছিল। কিন্তু ৩৯.৪ ওভারে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হতে হয় হার্দিককে। ড্যারিল মিচেলের বল স্টাম্পের উপর দিয়ে চলে যায়। নিউজিল্যান্ডের অধিনায়ক ও উইকেটকিপার টম ল্যাথামের তালুবন্দি হয় সেই বল। বোলার ও উইকেটকিপার আউটের আবেদন জানান। মাঠের ২ আম্পায়ার নিশ্চিত হতে না পেরে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন। তৃতীয় আম্পায়ার আউট দেন। কিন্তু টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, অতিরিক্ত বাউন্স থাকায় বল একটু উপরে ছিল। বল লেগে বেল পড়েনি। বরং উইকেটকিপারের গ্লাভসে লেগেই বেল পড়েছে বলে মনে হয়। এর কিছুক্ষণ পর ল্যাথামের গ্লাভসে লেগে আরও একবার বেল পড়ে যায়। সেক্ষেত্রে অবশ্য আউট দেননি তৃতীয় আম্পায়ার। কিন্তু হার্দিককে আউট দেন তিনি। ধারাভাষ্যকাররাও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করেন।
তৃতীয় আম্পায়ার হার্দিককে এভাবে আউট দেওয়ায় ভারতীয় শিবিরে ক্ষোভ ছড়ায়। নিউজিল্যান্ডের ইনিংসের মাঝামাঝি সময়ে ইচ্ছাকৃতভাবে গ্লাভস দিয়ে বেল ফেলে দেন ভারতের উইকেটকিপার ঈশান কিষান। তিনি আউটের আবেদনও জানান। যদিও তৃতীয় আম্পায়ার আউট দেননি। এরপর হেসে ফেলেন ঈশান।
৩৮ বলে ২৮ রান করে আউট হয়ে যান হার্দিক। তিনি সেই সময় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট না হয়ে গেলে ভারতীয় দলের রান বাড়তে পারত। শুবমানের ২০৮ রানের সুবাদে ভারতীয় দল ৮ উইকেটে ৩৪৯ রান করে। জবাবে মাইকেল ব্রেসওয়েলের অসাধারণ লড়াইয়ের সুবাদে নিউজিল্যান্ড করে ৩৩৭ রান। ব্রেসওয়েল ৭৮ বলে ১৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।
শনিবার এই সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ হবে রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ জিতলেই ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে যাবে ভারত। এই সিরিজ জিতলে কিউয়িদের পিছনে ফেলে ভারতই ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে চলে যেতে পারে। প্রথম ম্যাচ জিতে রোহিত, শুবমানদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। তবে ভারতের বোলারদের আরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে।
আরও পড়ুন-
ধোনির মতোই বড় শট খেলতে পারেন, শুবমান গিলের প্রশংসায় সঞ্জয় মঞ্জরেকর
শুবমানের পাল্টা ব্রেসওয়েল-স্যান্টনারের অসামান্য লড়াই, রুদ্ধশ্বাস জয় ভারতের
ভারতীয় ক্রিকেটে আরও এক তারকার উত্থান, ২০৮ রানের বিক্রমে শুবমান-এ মোহিত ক্রিকেট দুনিয়া