সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তরুণ ব্যাটার শুবমান গিলের তুলনা করলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তিনি শুবমানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে অসামান্য পারফরম্যান্স দেখানো তরুণ ব্যাটার শুবমান গিলকে বিরাট শংসাপত্র দিলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তাঁর ট্যুইট, 'আমি যখন ধোনিকে প্রথমবার দেখি, তখন ও বেশিরভাগ সময়ই সোজা শট খেলে ছয় মারত। ও আমাকে বলে, ধারাবাহিকভাবে বড় শট খেলতে পারবে। গিলও ধোনির মতোই বিশেষ দক্ষতাসম্পন্ন ক্রিকেটার। ও আরও ভালো পারফরম্যান্স দেখাবে, এই আশায় আছি।' ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে কম বয়সে দ্বিশতরানের নজির গড়েছেন শুবমান। হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেন করতে নেমে ১৪৯ বলে ২০৮ রান করেন এই ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ১৯টি বাউন্ডারি ও ৯টি ওভার-বাউন্ডারি। স্ট্রাইক রেট ১৩৯.৬০। ভারতীয় দলের আর কোনও ব্যাটার বড় স্কোর করতে পারেননি। দ্বিতীয় সর্বাধিক স্কোর ভারতের অধিনায়ক রোহিত শর্মার। তিনি করেন ৩৪ রান। সূর্যকুমার যাদব করেন ৩১ রান। হার্দিক পান্ডিয়া করেন ২৮ রান। ভারতীয় দল বড় স্কোর করতে পারে মূলত শুবমানের জন্য়ই। 

 

 

২৩ বছর ১৩২ দিন বয়সে ওডিআই ম্যাচে নিজের প্রথম দ্বিশতরান করেছেন শুবমান। ভারতীয়দের মধ্যে ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ১,০০০ রান করার নজিরও গড়েছেন এই ব্যাটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে বেশি স্কোর, হায়দরাবাদে ওডিআই ম্যাচে সবচেয়ে বেশি স্কোরের মতো নজিরও গড়েছেন শুবমান। এই ইনিংসের পর তিনি বলেন, ‘৪৬ ও ৪৭ ওভারে ওভার-বাউন্ডারি মারার আগে পর্যন্ত আমি ২০০ রান করার কথা ভাবিনি। তবে ইনিংসের শেষদিকে যখন পরপর ওভার-বাউন্ডারি মারতে শুরু করি, তখন দ্বিশতরান করার কথা ভাবতে শুরু করি। আমি ঠিক যেভাবে শট খেলতে চাইছিলাম সেটা করতে পেরে ভালো লাগছে। এই ইনিংস খেলতে পেরে আমি সন্তুষ্ট। আমার স্বপ্নপূরণ হল।’

বুধবার ভারতের ২ ওপেনার রোহিত ও শুবমান ইনিংসের শুরুতে কিছুটা মন্থরভাবে ব্যাটিং করছিলেন। ৫২ বলে অর্ধশতরান পূরণ করেন শুবমান। পরে অবশ্য তিনি রানের গতি বাড়ান। ৫০ থেকে ১০০ রানে পৌঁছতে ৩৫ বল নেন এই ওপেনার। ১০০ থেকে ১৫০ রানে পৌঁছতেও তিনি নেন ৩৫ বল। ১৫০ থেকে ২০০ রানে পৌঁছতে তাঁর লাগে মাত্র ২৩ বল। ৪৯ ওভারে নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসনের বলে পরপর ৩টি ওভার-বাউন্ডারি মেরে দ্বিশতরান পূরণ করেন শুবমান

আরও পড়ুন-

শুবমানের পাল্টা ব্রেসওয়েল-স্যান্টনারের অসামান্য লড়াই, রুদ্ধশ্বাস জয় ভারতের

ভারতীয় ক্রিকেটে আরও এক তারকার উত্থান, ২০৮ রানের বিক্রমে শুবমান-এ মোহিত ক্রিকেট দুনিয়া

২০৮ রানের ইনিংসে একাধিক রেকর্ড শুবমানের, সোশ্যাল মিডিয়া উচ্ছ্বসিত প্রশংসা অনুরাগীদের