Mohammed Shami: 'পাকিস্তানকে বিধ্বস্ত করা আমার রক্তে,' মন্তব্য শামির

পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই ভালো পারফরম্যান্স দেখান ভারতীয় দলের পেসার মহম্মদ শামি। বেশিরভাগ ম্যাচেই পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান শামি।

পাকিস্তানের বিরুদ্ধে এত সাফল্য কীভাবে পান? বারবার এই প্রশ্ন করেন মহম্মদ শামির অনুরাগীরা। এবার একটি সাক্ষাৎকারেও শামিকে একই প্রশ্ন করা হল। তাঁকে বলা হয়, 'আপনি তো সবচেয়ে বেশি দাপট দেখান পাকিস্তানের বিরুদ্ধে।' এই পেসারের জবাব, ‘এটা আমার রক্তেই আছে।’ পাকিস্তানের বিরুদ্ধে বেশিরভাগ ম্যাচেই সাফল্য পেয়েছেন শামি। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ পাননি এই পেসার। তবে অতীতে পাকিস্তানের বিরুদ্ধে তিনি দুর্দান্ত সাফল্য পেয়েছেন। এই কারণেই পাকিস্তানের বিরুদ্ধে শামির রেকর্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা করেন ক্রিকেটপ্রেমীরা। চোটের জন্য গত কয়েক মাস ভারতীয় দলের বাইরে থাকলেও এই পেসারের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি।

হাসান রাজাকে কটাক্ষ শামির

Latest Videos

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের সাফল্য মেনে নিতে না পেরে ভিত্তিহীন অভিযোগ করতে থাকেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে ক্রিকেট বিষয়ক আলোচনায় প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা দাবি করেন, শামি ও ভারতীয় দলের অন্যান্য বোলাররা বল বিকৃতি করার ফলেই সাফল্য পেয়েছেন। তাঁকে পাল্টা কটাক্ষ করেন শামি। তিনি বলেন, কিছু মানুষ কেন অন্যদের সাফল্যে ঈর্ষা করেন, সেটা তিনি বুঝতে পারেন না।

পাকিস্তানিদের আক্রমণ শামির

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনা করে শামি আরও বলেছেন, ‘ওরা ক্রিকেটকে তামাশায় পরিণত করেছে। কারণ, আমরা একে অপরের সাফল্য উপভোগ করতে পারি না। প্রশংসা পেলে আমরা খুব খুশি হই, কিন্তু হারলেই মনে হয় আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ওদের দেখে স্পষ্ট বোঝা যায় হিংসা করছে। এত হিংসা থাকলে সাফল্য পাবে কোথা থেকে? আমাদের আর পাকিস্তানের রেকর্ড দেখুন। ওরা আমাদের ধারেকাছে নেই। সেই কারণেই ওরা আমাদের এত হিংসা করে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs England: নেই বিরাট, ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি ৩ টেস্টের দলে ফিরলেন জাডেজা, রাহুল

Test Cricket: প্রতি সিরিজে অন্তত ৩টি করে টেস্ট ম্যাচ হোক, প্রস্তাব এমসিসি ক্রিকেট কমিটির

ICC Under-19 Cricket World Cup: 'আমরাও ইতিহাসে নাম খোদাই করতে চাই,' অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের আগে বার্তা উদয় সাহারানের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury