সংক্ষিপ্ত
টেস্ট ক্রিকেটের গুরুত্ব বজায় রাখার জন্য নানা উদ্যোগ নিচ্ছে এমসিসি ক্রিকেট কমিটি। পাশাপাশি ওডিআই ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যেও উদ্যোগ নেওয়া হচ্ছে।
টেস্ট ক্রিকেটে বড় বদল আনার প্রস্তাব দিল মেরিলিবোন ক্রিকেট ক্লাব ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি। এবার থেকে প্রতিটি সিরিজে অন্তত ৩টি করে টেস্ট ম্যাচের প্রস্তাব দেওয়া হয়েছে। আরও প্রস্তাব দেওয়া হয়েছে, যে দেশ সিরিজ আয়োজন করবে, সেই দেশের ক্রিকেট বোর্ডকেই সফরকারী দলের যাবতীয় খরচ বহন করতে হবে। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে এসএ২০ লিগের মাঝেই এমসিসি ক্রিকেট কমিটির বৈঠক হয়। সেই বৈঠকেই দ্বিপাক্ষিক সিরিজে বদল আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এমসিসি ক্রিকেট কমিটির এই প্রস্তাব গৃহীত হলে দ্বিপাক্ষিক সিরিজের ধরন বদলে যাবে। একইসঙ্গে হোম সিরিজ আয়োজনের খরচও বেড়ে যাবে।
২ ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে অখুশি এমসিসি
সম্প্রতি অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ড্র হয়েছে। প্রথম টেস্ট ম্যাচে হেরে গেলেও, গাব্বায় দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে পিছিয়ে পড়েও ২ ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেছে ভারত। এভাবে বারবার টেস্ট সিরিজ ড্র হওয়ায় অখুশি এমসিসি। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমানে যে রোমাঞ্চকর টেস্ট ক্রিকেট চলছে, তার প্রতি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। ক্রিকেটের ঐতিহ্যবাহী ফর্ম্যাটকে বাঁচিয়ে রাখাও গুরুত্বপূর্ণ। এই কারণেই মেরিলিবোন ক্রিকেট ক্লাব ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি প্রস্তাব দিচ্ছে, পুরুষদের টেস্ট সিরিজে অন্তত ৩টি করে ম্যাচ হোক। ২০২৮ সালে পরবর্তী আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রাম থেকেই এই প্রস্তাব কার্যকর করার কথা বলা হচ্ছে।’
ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
মেরিলিবোন ক্রিকেট ক্লাব ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়েছে, ‘ভারতের কাছে কৃতজ্ঞ ক্রিকেট। ক্রিকেটের প্রতি ভারতীয়দের আগ্রহ রাজস্ব বৃদ্ধিতে সাহায্য করছে। তবে ক্রিকেটের নতুন বাজারও খুঁজে বের করতে হবে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Pathum Nissanka: শ্রীলঙ্কার প্রথম ব্যাটার হিসেবে ওডিআই-তে দ্বিশতরান পথুম নিশাঙ্কর
Ravindra Jadeja: 'টাকার জন্যই ছেলের সঙ্গে বিয়ে করেছে রিভাবা', বিস্ফোরক অভিযোগ রবীন্দ্র জাদেজার বাবার
IPL 2024: চেন্নাই সুপার কিংসের নতুন স্পনসর ইতিহাদ, ধোনির জার্সি প্রকাশের ভিডিও ভাইরাল