India Vs England: নেই বিরাট, ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি ৩ টেস্টের দলে ফিরলেন জাডেজা, রাহুল

গত কয়েকদিন ধরে জল্পনা-কল্পনার পর শনিবার ভারত-ইংল্যান্ড সিরিজের বাকি ৩ ম্যাচের দল ঘোষণা করল বিসিসিআই। ভারতীয় দলে কোনও চমক নেই।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ২ টেস্ট ম্যাচে খেলবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন। শনিবার সরকারিভাবে জানা গেল, এই সিরিজের বাকি ৩ ম্যাচেও খেলবেন না বিরাট কোহলি। তাঁকে বাদ দিয়েই বাকি ৩ ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। তবে চোট সারিয়ে দলে ফিরলেন কে এল রাহুল ও রবীন্দ্র জাডেজা। তবে বিসিসিআই মেডিক্যাল টিম ফিট ঘোষণা করলে তবেই রাজকোটে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে খেলার জন্য বিবেচিত হবেন রাহুল ও জাডেজা। তাঁরা ১০০ শতাংশ ফিট থাকলে ভারতীয় দলের ব্যাটিং ও বোলিং বিভাগের শক্তি বাড়বে।

দলে ফিরলেন মহম্মদ সিরাজ

Latest Videos

বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টে মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছিল। বিশাখাপত্তনমে ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, দলে আছেন বাংলার পেসার মুকেশ কুমার। আবেশ খানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে বাংলার পেসার আকাশ দীপকে দলে নেওয়া হয়েছে। জাডেজা দলে ফেরায় সৌরভ কুমারকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এবারও সৌরভের টেস্ট অভিষেক হল না। পিঠের চোটের জন্য দলে নেই শ্রেয়াস আইয়ার

টেস্ট অভিষেক হবে সরফরাজ খানের?

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি ৩ ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দলে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, কে এল রাহুল, সরফরাজ খান, রজত পতিদার, রবীন্দ্র জাডেজা, কোনা শ্রীকর ভরত (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), মহম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আকাশ দীপ।

ব্যক্তিগত কারণে দলের বাইরে বিরাট

বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্যক্তিগত কারণে সিরিজের বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না বিরাট কোহলি। বোর্ড বিরাট কোহলির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল এবং তাঁর পাশে আছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Test Cricket: প্রতি সিরিজে অন্তত ৩টি করে টেস্ট ম্যাচ হোক, প্রস্তাব এমসিসি ক্রিকেট কমিটির

Ravindra Jadeja: 'টাকার জন্যই ছেলের সঙ্গে বিয়ে করেছে রিভাবা', বিস্ফোরক অভিযোগ রবীন্দ্র জাদেজার বাবার

ICC Under-19 Cricket World Cup: 'আমরাও ইতিহাসে নাম খোদাই করতে চাই,' অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের আগে বার্তা উদয় সাহারানের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা | Suvendu Adhikari | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী