সংক্ষিপ্ত

রবিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবার জয় পেতে মরিয়া ভারত।

২০০৩ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনাল, ২০২৩ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ২০২৩ সালেই ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে ভারত। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালেও ভারত-অস্ট্রেলিয়ার লড়াই হতে চলেছে। এবার অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতের অধিনায়ক উদয় সাহারান। ফাইনালের আগে এই তরুণ বলেছেন, ‘এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়া আমাদের সবার স্বপ্ন। সবাই একবারই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার সুযোগ পায়। আমরা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চাই। আমরাও ইতিহাসে নিজেদের নাম খোদাই করতে চাই। আমরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য বদ্ধপরিকর। দেশের মানুষকে আমি বলতে চাই, আমাদের এভাবে সমর্থন করে যান। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, কাপ ফিরিয়ে আনার জন্য সর্বস্ব দেব।’

ব্যক্তিগত পারফরম্যান্স নয়, দলের কথাই ভাবছেন উদয়

এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন উদয়, সচিন ধাস, আদর্শ সিং, আর্শিন কুলকার্নি, রাজ লিম্বানিরা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন উদয়। ফাইনালের আগে ভারতের অধিনায়ক বলেছেন, ‘আমাদের দলের ভালো পারফরম্যান্সের গোপন রহস্য হল দলের সবার মধ্যে ভালো সম্পর্ক। ড্রেসিংরুমের পরিবেশ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। সবাই একে অপরকে বিশ্বাস করে। সবাই একে অপরকে সাহায্য করতে তৈরি। এই কারণেই পারফরম্যান্স গ্রাফ ধারাবাহিকভাবে ভালো।’

বিপক্ষ দল নয়, নিজেদের নিয়েই ভাবছেন উদয়

উদয় বলেছেন, ‘আমরা বিপক্ষ দলের কথা ভাবছি না। আমরা নিজেদের খেলা নিয়েই ভাবছি। আমরা প্রতিটি ম্যাচের জন্য আলাদা পরিকল্পনা করছি। আমরা প্রতিটি ম্যাচকে গুরুত্ব দিচ্ছি।’

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। স্নায়ুর চাপে ভেঙে পড়েনি অস্ট্রেলিয়া। ফলে ফাইনালে ভারতের লড়াই সহজ হবে না। চ্যাম্পিয়ন হতে গেলে উদয়দের সেরা পারফরম্যান্স দেখাতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ICC Under-19 Cricket World Cup: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া

ICC Under-19 Cricket World Cup: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারত

MS Dhoni: ব্যাটে ছোটবেলার বন্ধুর দোকানের স্টিকার, ফের অনুরাগীদের মন জয় ধোনির