Rishabh Pant Injury: চোট সারিয়ে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে (India A vs South Africa A) ভারতীয় এ দলের হয়ে বেসরকারি টেস্ট ম্যাচে খেলতে নেমেছেন ঋষভ পন্থ। তবে এই ম্যাচে খেলতে নেমেই তিনি ফের চোট পেয়েছেন।

DID YOU
KNOW
?
১৪ নভেম্বর শুরু টেস্ট
১৪ নভেম্বর শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ম্যাচের আগে ঋষভ পন্থের চোট নিয়ে চিন্তায় ভারতীয় দল।

Rishabh Pant Retired Hurt: দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে (India A vs South Africa A) বেসরকারি টেস্ট ম্যাচের (Unofficial Test) দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে চোট পেয়ে মাঠ ছাড়লেন ভারতীয় এ দলের অধিনায়ক ঋষভ পন্থ। বেঙ্গালুরুতে (Bengaluru) বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI Centre of Excellence Ground 1) এই ম্যাচের প্রথম ইনিংসে পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে ২০ বল খেলে ২৪ রান করেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে ছয় নম্বরে ব্যাটিং করতে নেমে ২২ বল খেলে ১৭ রান করার পর চোট পেয়ে মাঠ ছাড়েন ঋষভ। দক্ষিণ আফ্রিকা এ দলের পেসার শেপো মোরেকির বলে তিনবার আঘাত পাওয়ার পর মাঠ ছাড়েন তিনি। একবার তাঁর হেলমেটে বল লাগে। তারপর ডান হাতের কনুইয়ে এবং পেটে বলের আঘাত পান ঋষভ। এরপরেই তিনি অবসৃত হন। আগামী সপ্তাহে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) টেস্ট সিরিজ। তার আগে ঋষভ চোট পাওয়ায় কিছুটা চিন্তায় পড়ে গিয়েছে ভারতীয় শিবির।

গুরুতর নয় ঋষভের চোট

ভারতীয় দল সূত্রে জানা গিয়েছে, ঋষভের চোট গুরুতর নয়। তিনি বলের আঘাত পাওয়ার পরেও ব্যাটিং করে যেতে চাইছিলেন। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ঋষভের হেলমেটে বল লাগার পর মাঠে ছুটে যান ভারতীয় দলের ফিজিও। তিনি চোট পরীক্ষা করে দেখেন। তিনি জানান, ব্যাটিং করতে কোনও সমস্যা নেই। তবে ডান হাতের কনুইয়ে বল লাগার পর যন্ত্রণা অনুভব করেন ঋষভ। পেটে বল লাগার ফের যন্ত্রণা অনুভব করেন তিনি। এরপরেই তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

প্রথম টেস্টে খেলতে পারবেন ঋষভ?

১৪ নভেম্বর শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। ভারতীয় দল সূত্রে খবর, সেই ম্যাচে ঋষভ খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে। কয়েকদিন বিশ্রাম নিলেই তিনি সুস্থ হয়ে যেতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।