
India vs South Africa First ODI: একসময় আন্তর্জাতিক ক্রিকেটে 'চোকার্স' হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকা টেস্ট ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার পর বড় দল হয়ে উঠেছে। রবিবার রাঁচিতে (Ranchi) সেটা ফের দেখা গেল। ভারতীয় দল টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান করার পর সহজ জয় পাবে বলে আশা করছিল সারা দেশ। প্রোটিয়ারা রান তাড়া করতে নেমে ১১ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে বসায় ভারতীয় দলের জয়ের পথ প্রশস্ত হয়ে যায়। কিন্তু তারপরেই লড়াই শুরু করলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ম্যাথিউ ব্রিৎজকে (Matthew Breetzke), মার্কো জ্যানসেন (Marco Jansen), টনি ডে জর্জি (Tony de Zorzi), ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis), করবিন বশরা (Corbin Bosch) অসাধারণ ব্যাটিং করলেন। ফলে জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের (JSCA International Stadium Complex) দর্শকরা উপভোগ্য ম্যাচ দেখার সুযোগ পেলেন। দক্ষিণ আফ্রিকা ৩৩২ রানে অলআউট হয়ে গেল। ফলে ভারতীয় দল ১৭ রানে জয় পেল।
রাঁচিতে ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখালেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তিনি ১০ ওভার বোলিং করে ৬৮ রান দিয়ে ৪ উইকেট নিলেন। হর্ষিত রানা (Harshit Rana) ১০ ওভার বোলিং করে ৬৫ রান দিয়ে ৩ উইকেট নেন। আর্শদীপ সিং (Arshdeep Singh) ১০ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ৬৪ রান দিয়ে জোড়া উইকেট নিলেন। প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) ৭.২ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ৪৮ রান দিয়ে ১ উইকেট নিলেন।
জয়ের জন্য শেষ ওভারে প্রোটিয়াদের দরকার ছিল ১৮ রান। ভারতের হয়ে বোলিং করতে যান কৃষ্ণ। তাঁর ওভারের দ্বিতীয় বলে রোহিত শর্মাকে (Rohit Sharma) ক্যাচ দেন বশ। তিনি ৫১ বলে ৬৭ রান করেন। তবে তাঁর লড়াই কাজে লাগল না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।