India vs South Africa: রাঁচিতে (Ranchi) ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ওডিআই সিরিজের প্রথম ম্যাচে অসাধারণ ব্যাটিং করলেন ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli)। এই ম্যাচ চলাকালীন এক অনভিপ্রেত ঘটনা ঘটে গেল।

DID YOU
KNOW
?
৭০০০-তম শতরান
রবিবার পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্ম্যাট মিলিয়ে ৭০০০-তম শতরান হল। এই শতরানটি করলেন বিরাট কোহলি।

Virat Kohli Fan: রাঁচির (Ranchi) জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে (JSCA International Stadium Complex) নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গেল। কেউ যাতে ম্যাচ চলাকালীন বা আগে-পরে ক্রিকেটারদের কাছাকাছি যেতে না পারেন, সেটা নিশ্চিত করার কথা নিরাপত্তারক্ষীদের। কিন্তু এদিন সেটা হল না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) বিরাট কোহলি শতরান করার পরেই গ্যালারি থেকে বেষ্টনী টপকে মাঠে ঢুকে তাঁর কাছে পৌঁছে গেলেন এক অনুরাগী। তিনি বিরাটের পায়ে পড়ে যান। এই তারকা ব্যাটার হকচকিয়ে যান। তারপর তিনি এই অনুরাগীকে উঠে মাঠের বাইরে যেতে বলেন। ইতিমধ্যেই মাঠে ছুটে যান নিরাপত্তারক্ষীরা। তাঁরা বিরাটের অনুরাগীকে মাঠের বাইরে নিয়ে যান। কিন্তু তা সত্ত্বেও নিরাপত্তাব্যবস্থায় গলদের বিষয়টি এড়িয়ে যাওয়া যাচ্ছে না।

৫২-তম শতরান বিরাটের

গত মাসে অস্ট্রেলিয়া সফরে (India Tour of Australia, 2025) তৃতীয় ওডিআই ম্যাচে অসাধারণ ব্যাটিং করেন বিরাট। সেই ম্যাচে তিনি যেখানে ব্যাটিং শেষ করেছিলেন, রবিবার রাঁচিতে ঠিক সেখান থেকেই ব্যাটিং শুরু করেন তিনি। এদিন ম্যাচের চতুর্থ ওভারেই ব্যাটিং করতে নামেন বিরাট। সেই সময় প্রথম উইকেট হারিয়ে ভারতীয় দলের স্কোর ছিল ২৫। সেই অবস্থায় রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে জুটি বাঁধেন বিরাট। এই জুটিতে যোগ হয় ১৩৬ রান। রোহিত অর্ধশতরান করার পর আউট হয়ে গেলেও, শতরান পূর্ণ করেন বিরাট। তিনি মার্কো জ্যানসেনের (Marco Jansen) বলে বাউন্ডারি মেরে ৯৯ থেকে ১০৩ রানে পৌঁছে যাওয়ার পর শূন্যে লাফিয়ে ওঠেন। তারপর হেলমেট খুলে ফেলে বিয়ের আংটিতে চুম্বন করেন। দর্শকদের অভিবাদনও জানান বিরাট। এরই মধ্যে ঘটে যায় অনভিপ্রেত ঘটনা।

Scroll to load tweet…

বিরাটের নতুন রেকর্ড

এদিন ওডিআই ফর্ম্যাটে ৫২-তম শতরান করে নতুন রেকর্ড গড়লেন বিরাট। তিনি আন্তর্জাতিক ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড গড়লেন। টেস্টে সর্বাধিক ৫১ শতরানের রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar)। সেটাই এতদিন কোনও ফর্ম্যাটে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড ছিল। রবিবার সচিনকে ছাপিয়ে গেলেন বিরাট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।