ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ সিরিজের দল ঘোষণা, ফিরলেন শুবমান-হার্দিক

Published : Dec 03, 2025, 06:53 PM ISTUpdated : Dec 03, 2025, 07:00 PM IST
Team India t20i squad announced

সংক্ষিপ্ত

India vs South Africa: ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। চোট সারিয়ে দলে ফিরলেন শুবমান গিল (Shubman Gill) ও হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।

DID YOU KNOW ?
টি-২০ চ্যাম্পিয়ন ভারত
২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এবার দেশের মাটিতে চ্যাম্পিয়ন হিসেবেই খেলতে নামছেন সূর্যকুমার যাদবরা।

Team India: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) সিরিজের প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন ঘাড়ে চোট পেয়েছিলেন। তারপর দ্বিতীয় টেস্ট ম্যাচে এবং ওডিআই সিরিজে খেলতে পারেননি। তবে চোট সারিয়ে টি-২০ সিরিজের দলে ফিরলেন শুবমান গিল (Shubman Gill)। তাঁর পাশাপাশি হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya) চোট সারিয়ে দলে ফিরলেন। ৯ ডিসেম্বর শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ। এই সিরিজে ভারতীয় দলের সহ-অধিনায়ক হিসেবেই আছেন শুবমান। তবে বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ ফিট হয়ে উঠলে তবেই এই সিরিজে খেলবেন তিনি। নির্বাচকদের আশা, কয়েকদিনের মধ্যেই ম্যাচ ফিট হয়ে উঠবেন শুবমান। তবে তিনি যদি ফিট হয়ে উঠতে না পারেন, তাহলে কোনও ঝুঁকি নেওয়া হবে না। সেপ্টেম্বরে এশিয়া কাপ (Asia Cup 2025) চলাকালীন চোট পেয়েছিলেন হার্দিক। তিনি এবার ফিট হয়ে উঠে দলে ফিরলেন।

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি

টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) সূচি ঘোষণা করেছে আইসিসি। ভারতীয় দল টি-২০ বিশ্বকাপের আগে আর দু'টি সিরিজ পাচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজ খেলার পর নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল। নতুন বছরের ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই দল চূড়ান্ত করে নিতে চলেছেন নির্বাচকরা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে কারা আছেন?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে আছেন- সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) (অধিনায়ক), শুবমান (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা (Abhishek Sharma), তিলক ভার্মা (Tilak Varma), হার্দিক, শিবম দুবে (Shivam Dube), অক্ষর প্যাটেল (Axar Patel), জিতেশ শর্মা (Jitesh Sharma), সঞ্জু স্যামসন (Sanju Samson), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy), আর্শদীপ সিং (Arshdeep Singh), কুলদীপ যাদব (Kuldeep Yadav), হর্ষিত রানা (Harshit Rana) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬।
টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টুর্নামেন্ট।
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বেশিরভাগ টিকিটই ভিআইপি-দের হাতে! কটকে বারাবটি স্টেডিয়ামে ধুন্ধুমার
আইপিএল ২০২৬: এবার পাকাপাকিভাবে রাজস্থান রয়্যালসের অধিনায়ক? মুখ খুললেন রিয়ান পরাগ