ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট: ব্যাটে-বলে দাপট জাডেজার, আড়াই দিনেই ইনিংসে জয় ভারতের

Published : Oct 04, 2025, 01:57 PM ISTUpdated : Oct 04, 2025, 02:29 PM IST
Ravindra Jadeja as Test Vice-Captain

সংক্ষিপ্ত

India vs West Indies: প্রত্যাশিতভাবেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অনায়াসে জয় পেল ভারতীয় দল। আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ভারতের সামনে দাঁড়াতেই পারল না ক্যারিবিয়ানরা।

DID YOU KNOW ?
ম্যাচের সেরা জাডেজা
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন রবীন্দ্র জাডেজা।

India vs West Indies First Test: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ইনিংস ও ১৪০ রানে জয় পেল ভারতীয় দল। শনিবার ম্যাচের তৃতীয় দিন দ্বিতীয় সেশনেই শেষ হয়ে গেল খেলা। এদিন দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয়ে গেল ক্যারিবিয়ানরা। তারা প্রথম ইনিংসে করেছিল ১৬২ রান। ভারতীয় দল প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ক্যারিবিয়ানদের হারাতে ভারতীয় ক্রিকেটারদের খুব বেশি পরিশ্রম করতে হল না। দুই ইনিংসেই ওয়েস্ট ইন্ডিজের কোনও ব্যাটার অর্ধশতরান করতে পারলেন না। দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) প্রথম ইনিংসে তিন উইকেট নেন।

ম্যাচের সেরা জাডেজা

ভারতীয় দলের সহ-অধিনায়ক জাডেজা এই ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও অসাধারণ পারফরম্যান্স দেখালেন। তিনি প্রথম ইনিংসে মাত্র তিন ওভার বোলিং করেন। এই ইনিংসে তিনি উইকেট পাননি। এরপর ব্যাটিং করতে নেমে ১০৪ রান করে অপরাজিত থাকেন জাডেজা। তিনি টেস্ট ক্রিকেটে ষষ্ঠ শতরান করলেন। বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে অন্তত ৬টি শতরান এবং ৩০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন জাডেজা। তিন আর ১০ রান করলেই চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ৪,০০০ রান এবং ৩০০ উইকেট নেওয়ার নজির গড়বেন। শনিবার ব্যাটিং করতে নামলে হয়তো এদিনই এই নজির গড়তে পারতেন জাডেজা। কিন্তু ভারতীয় দল এদিন আর ব্যাটিং করেনি। দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখালেন ভারতের সহ-অধিনায়ক। তিনি ১৩ ওভার বোলিং করে তিন মেডেন-সহ ৫৪ রান দিয়ে চার উইকেট নেন। ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হলেন জাডেজা।

সিরাজের অসাধারণ বোলিং

ইংল্যান্ড সফরের (India Tour of England, 2025) পর এশিয়া কাপে (Asia Cup 2025) সিরাজকে বিশ্রাম দেওয়া হয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েই অসাধারণ বোলিং করলেন এই পেসার। তিনি প্রথম ইনিংসে ১৪ ওভার বোলিং করে তিন মেডেন-সহ ৪০ রান দিয়ে চার উইকেট নেন। বুমরা প্রথম ইনিংসে ১৪ ওভার বোলিং করে তিন মেডেন-সহ ৪৩ রান দিয়ে তিন উইকেট নেন। ৬.১ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে দুই উইকেট নেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তিন ওভার বোলিং করে নয় রান দিয়ে এক উইকেট নেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। দ্বিতীয় ইনিংসে ১১ ওভার বোলিং করে দুই মেডেন-সহ ৩১ রান দিয়ে তিন উইকেট নেন সিরাজ। কুলদীপ ৮.১ ওভার বোলিং করে তিন মেডেন-সহ ২৩ রান দিয়ে জোড়া উইকেট নেন কুলদীপ। সাত ওভার বোলিং করে এক মেডেন-সহ ১৮ রান দিয়ে এক উইকেট নেন ওয়াশিংটন।

ভারতের ৩ ব্যাটারের শতরান

নয় বছর পর দেশের মাটিতে টেস্ট ম্যাচে শতরান করেন ভারতীয় দলের ওপেনার কে এল রাহুল (KL Rahul)। তিনি ১৯৭ বল খেলে ১০০ রান করেন। ধ্রুব জুরেল (Dhruv Jurel) টেস্ট ক্রিকেটে প্রথম শতরান করলেন। তিনি ২১০ বল খেলে ১২৫ রান করেন। অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) ৫০ রান করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট জাডেজার।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম