ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট: শতরান করে কপিল দেব, ইমরান খানের নজির স্পর্শ রবীন্দ্র জাডেজার

Published : Oct 03, 2025, 06:12 PM IST

India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে এখনও পর্যন্ত ভারতীয় দলের তিনজন ব্যাটার শতরান করেছেন। টেস্টে চতুর্থবার কোনও ইনিংসে ভারতের তিন বা তার বেশি ব্যাটার শতরান করলেন।

PREV
16
টেস্ট ক্রিকেটে ষষ্ঠ শতরান করে অসাধারণ নজির গড়লেন ভারতীয় দলের সহ-অধিনায়ক রবীন্দ্র জাডেজা

রবীন্দ্র জাডেজার নজির

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ৬ বা তার বেশি শতরান এবং ৩০০-এর বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন রবীন্দ্র জাডেজা। শুক্রবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন শতরান করলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। তিনি দিনের শেষে ১৭৬ বল খেলে ১০৪ রান করে অপরাজিত।

DID YOU KNOW ?
টেস্ট নতুন নজির
টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে ৪,০০০ রান ও ৩০০ উইকেট নেওয়ার নজির গড়ার পথে রবীন্দ্র জাডেজা।
26
টেস্টে ষষ্ঠ শতরান করে কপিল দেব নিখাঞ্জ, রবিচন্দ্রন অশ্বিনের নজির স্পর্শ রবীন্দ্র জাডেজার

প্রাক্তন সতীর্থ অশ্বিনের নজির স্পর্শ জাডেজার

টেস্ট ক্রিকেটে রবীন্দ্র জাডেজার আগে ইয়ান বথাম, কপিল দেব নিখাঞ্জ, ইমরান খান, ড্যানিয়েল ভেত্তোরি ও রবিচন্দ্রন অশ্বিন ৬ শতরান করার পাশাপাশি ৩০০-এর বেশি উইকেট নেওয়ার নজির গড়েন। এবার এই তালিকায় জায়গা করে নিলেন জাডেজা। তিনি শুক্রবার ১৬৯ বলে শতরান পূর্ণ করেন। ভারতের ইনিংসের ১২৬-তম ইনিংসে জোমেল ওয়ারিকানের বলে রান নিয়ে এই নজির স্পর্শ করেন জাডেজা।

শুক্রবার টেস্ট ক্রিকেটে ষষ্ঠ শতরান করলেন রবীন্দ্র জাডেজা।
ভারতীয় দলের সহ-অধিনায়ক রবীন্দ্র জাডেজা টেস্ট ক্রিকেটে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ৬ শতরান ও ৩০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন।
36
জোমেল ওয়ারিকানের বলে ৫ ওভার-বাউন্ডারি মেরে ধোনির নজির স্পর্শ জাডেজার

নতুন নজির জাডেজার

শুক্রবার পাঁচটি ওভার-বাউন্ডারি মেরেছেন রবীন্দ্র জাডেজা। প্রতি ক্ষেত্রেই বোলার ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ হাতি স্পিনার জোমেল ওয়ারিকান। টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের হয়ে বিপক্ষ দলের কোনও একজন বোলারের বলে এতগুলি ওভার-বাউন্ডারি মারার ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন জাডেজা। ২০০৬ সালে সেন্ট জনস টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ডেভ মহম্মদের বলে পাঁচটি ওভার-বাউন্ডারি মারেন জাডেজা।

46
শনিবার ১০ রান করলেই কপিল দেবের আরও এক নজির স্পর্শ করবেন রবীন্দ্র জাডেজা

শনিবার নতুন নজিরের অপেক্ষায় জাডেজা

শনিবার ১০ রান করলেই চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ৪,০০০ রান এবং ৩০০-এর বেশি উইকেট নেওয়ার নজির স্পর্শ করবেন রবীন্দ্র জাডেজা। এখনও পর্যন্ত এই নজির রয়েছে শুধু কপিল দেব, ইয়ান বথাম ও ড্যানিয়েল ভেত্তোরির। এবার এই নজির স্পর্শ করতে চলেছেন জাডেজা। তিনি এই সিরিজে ভারতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন। নতুন দায়িত্ব ভালোভাবেই পালন করছেন এই তারকা অলরাউন্ডার।

56
ধ্রুব জুরেলের সঙ্গে অসাধারণ পার্টনারশিপ গড়ে ভারতীয় দলকে ভরসা দিলেন রবীন্দ্র জাডেজা

জুরেল-জাডেজার অসাধারণ পার্টনারশিপ

শুক্রবার পঞ্চম উইকেট জুটিতে ধ্রুব জুরেলের সঙ্গে ২০৬ রান যোগ করে ভারতীয় দলকে দারুণ জায়গায় পৌঁছে দেন রবীন্দ্র জাডেজা। জুরেল ১২৫ রান করে আউট হয়ে গেলেও, দিনের শেষে ১০৪ রান করে অপরাজিত জাডেজা। তাঁর সঙ্গে অপরাজিত ওয়াশিংটন সুন্দর। তিনি ৯ রান করেছেন। ভারতীয় দল ৫ উইকেটে ৪৪৮ রান করেছে। ক্যারিবিয়ানদের চেয়ে ২৮৬ রানে এগিয়ে ভারতীয় দল।

66
চাপের মুখে ফের অসাধারণ ব্যাটিং করে ভারতীয় দলকে ভরসা দিলেন রবীন্দ্র জাডেজা

জাডেজার অসামান্য ব্যাটিং

রবীন্দ্র জাডেজা বরাবরই দলের প্রয়োজনের মুহূর্তে দ্রুত রান করতে পারেন। তিনি উইকেটে টিকে থাকার জন্য প্রয়োজনে মন্থর ব্যাটিংও করতে পারেন। তাঁর এই দক্ষতা শুক্রবারও কাজে লাগল। শুক্রবার যেমন রক্ষণাত্মক শট খেলেছেন, তেমনই আক্রমণাত্মক শটও খেলেছেন এই তারকা অলরাউন্ডার। বিশেষ করে বাঁ হাতি স্পিনার জোমেল ওয়ারিকানের বলে একের পর এক বড় শট খেলেন জাডেজা। শনিবার নিজের ও দলের রান বাড়িয়ে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য থাকবে।

Read more Photos on
click me!

Recommended Stories