ভারতীয় দলের নতুন স্পনসর বেছে নিল বিসিসিআই, এশিয়া কাপেই কি নতুন জার্সিতে সূর্যকুমাররা?

Published : Sep 16, 2025, 03:51 PM ISTUpdated : Sep 16, 2025, 04:09 PM IST
Indian Captain Suryakumar Yadav

সংক্ষিপ্ত

Indian Cricket Team: এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দলের জার্সিতে স্পনসরের নাম নেই। কারণ, পুরনো স্পনসরের সঙ্গে চুক্তি ছিন্ন করেছে বিসিসিআই (BCCI)। তবে এবার নতুন স্পনসরের নাম ঘোষণা করা হল।

DID YOU KNOW ?
বিসিসিআই-এর নতুন স্পনসর
ড্রিম ইলেভেনের পরিবর্তে নতুন স্পনসর হিসেবে অ্যাপোলো টায়ারসকে বেছে নিল বিসিসিআই।

Indian Cricket Team Sponsor: অনলাইন বেটিং অ্যাপ ড্রিম ইলেভেনের (Dream11) পরিবর্তে ভারতীয় ক্রিকেট দলের (Indian cricket team) নতুন স্পনসর হল অ্যাপোলো টায়ারস (Apollo Tyres)। মঙ্গলবার এই ঘোষণা করা হল। ২০২৭ সাল পর্যন্ত ভারতীয় দলের স্পনসর থাকবে এই সংস্থা। কেন্দ্রীয় সরকার সম্প্রতি ভারতে অনলাইন গেমিং ও বেটিং অ্যাপ নিষিদ্ধ করেছে। এই কারণেই ড্রিম ইলেভেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছে বিসিসিআই (BCCI)। এশিয়া কাপে (Asia Cup 2025) প্রথম দুই ম্যাচে ভারতীয় দলের জার্সিতে স্পনসর দেখা যায়নি। তবে এবার নতুন স্পনসরের নাম ঘোষণা করা হল। যদিও এশিয়া কাপেই ভারতীয় দল নতুন জার্সি পরে খেলতে নামবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

নতুন চুক্তিতে লাভবান হল বিসিসিআই

ড্রিম ইলেভেন বিসিসিআই-কে প্রতি ম্যাচের জন্য চার কোটি টাকা করে দিত। সেখানে অ্যাপোলো টায়ারস প্রতি ম্যাচের জন্য ৪.৭৭ কোটি টাকা করে দেবে। ফলে বিসিসিআই-এর লাভ হচ্ছে। অ্যাপোলো টায়ারসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। বিশ্বজুড়ে পরিচিত এই সংস্থা। ফলে সবদিক থেকেই বিসিসিআই-এর লাভ হতে চলেছে। মোট ৫৭৯ কোটি টাকা দেবে অ্যাপোলো টায়ারস। এই সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ অনুযায়ী ভারতীয় দল ১২১টি দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ এবং আইসিসি টুর্নামেন্টে (ICC Event) ২১টি ম্যাচ খেলবে।

মহিলা দল আগে নতুন জার্সি পরে খেলবে?

ভারতের পুরুষ ক্রিকেট দল যখন এশিয়া কাপে খেলছে, তখন মহিলা দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে। এই সিরিজেই স্মৃতি মন্ধানাদের (Smriti Mandhana) জার্সিতে নতুন স্পনসর দেখা যেতে পারে। এশিয়া কাপে সম্ভবত সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) জার্সিতে নতুন স্পনসরের নাম বা লোগো দেখা যাবে না। তবে আগামী মাসে যখন ভারতের পুরুষ দল অস্ট্রেলিয়া সফরে যাবে, তখন জার্সিতে নতুন স্পনসরের নাম ও লোগো দেখা যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৫৭৯
অ্যাপোলো টায়ারসের কাছ থেকে ৫৭৯ কোটি টাকা পাচ্ছে বিসিসিআই
নতুন স্পনসর অ্যাপোলো টায়ারস বিসিসিআই-কে ৩ বছরের মেয়াদে ৫৭৯ কোটি টাকা দিচ্ছে বলে জানা গিয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম