IPL Final: এবার ফাইনালের জন্য ভালোভাবে তৈরি সিএসকে, দাবি স্টিফেন ফ্লেমিংয়ের

Published : May 27, 2023, 11:43 PM ISTUpdated : May 27, 2023, 11:58 PM IST
Chennai Super Kings

সংক্ষিপ্ত

ন'য়ের দশকে ভারতীয় দল সম্পর্কে বলা হত, 'দেশে বাঘ, বিদেশে বিড়াল।' চেন্নাই সুপার কিংস সম্পর্কেও অনেকে একই কথা বলেন। চিপকে যতটা ভালো খেলে সিএসকে, অন্য মাঠে সেই পারফরম্যান্স দেখা যায় না।

এখনও পর্যন্ত ৯ বার আইপিএল ফাইনাল খেলে ৪ বার জিতেছে চেন্নাই সুপার কিংস। জয়ের চেয়ে হারই বেশি। ১০ নম্বর ফাইনাল জিতলে হার-জিতের পরিসংখ্যা হবে ৫০ শতাংশ। বিপক্ষ দল গুজরাট টাইটানস গতবারের চ্যাম্পিয়ন। তবে কয়েকদিন আগেই হার্দিক পান্ডিয়ার দলকে হারিয়ে দিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। ফলে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ৪ বারের চ্যাম্পিয়নরা। এবার ফাইনালের জন্য তাঁরা অনেক বেশি তৈরি বলে দাবি করেছেন সিএসকে-র প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। রবিবার সন্ধেবেলা আমেদাবাদে বৃষ্টি হতে পারে। ফলে দ্বিতীয় কোয়ালিফায়ারের মতোই দেরিতে শুরু হতে পারে ম্যাচ। এমনকী, ম্যাচের সময়ও বৃষ্টি হতে পারে। তবে সিএসকে-র প্রধান কোচের দাবি, তাঁরা যে কোনও পরিস্থিতির জন্য তৈরি।

শনিবার ফ্লেমিং বলেছেন, ‘আমরা চেন্নাইয়ে খেলার জন্য নিজেদের এমনভাবে তৈরি করি, তার ফলে অ্যাওয়ে ম্যাচে সমস্যায় পড়তে হয়। ফলে প্রতিবারই আইপিএল ফাইনাল আমাদের জন্য কঠিন ছিল। আমরা আইপিএল ফাইনালে ৫০ শতাংশ ম্যাচ জিতেছি। এটা হয়তো আমাদের খেলার ধারার জন্যই হয়েছে। আমরা ঘরের মাঠে খেলার জন্য নিজেদের তৈরি করেছি। ফলে নিরপেক্ষ কেন্দ্রে যখনই খেলতে নামি তখনই পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। তবে এবার পরিস্থিতি একটু আলাদা। কারণ, কোয়ালিফায়ার ১ খেলার জন্য আমাদের চেন্নাইয়ে ফিরে যেতে হয়েছিল। সেই ম্যাচ আমাদের জন্য কঠিন ছিল। আমি প্রথমে ফিল্ডিং করতে চেয়েছিলাম। কিন্তু এমএস (ধোনি) প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ঠিকই করেছিল। গত ম্যাচে ওর সঙ্গে আমি একমত হইনি। কিন্তু এমএস-এর সিদ্ধান্তই ঠিক ছিল। আমরা সবাই পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। আইপিএল ফাইনাল নিয়ে আমরা চিন্তিত নই। যে কোনও পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিতে তৈরি আমরা। অতীতে ফাইনালে আমরা যেভাবে খেলেছি, এবার তার চেয়ে প্রস্তুতি অনেক ভালো।’

ফাইনালে গুজরাট টাইটানসের তুরুপের তাস হতে পারেন ওপেনার শুবমান গিল। এই তরুণ ব্যাটার অসাধারণ ফর্মে। তাঁর প্রশংসা করে ফ্লেমিং বলেছেন, ‘ও খুব ভালো খেলছে। ওকে দ্রুত আউট করার পরিকল্পনা করছি আমরা। গুজরাট টাইটানসের ওপেনাররা ভালো ফর্মে। তবে গত ম্যাচের মতো ফাইনালেও যদি আমরা শুরুতে উইকেট পেয়ে যাই, তাহলে ভালো সুযোগ থাকবে। তবে শুবমান যে ফর্মে, তাতে আমাদের কাজ খুব একটা সহজ হবে না।’

আরও পড়ুন-

IPL Final: রবিবার আইপিএল ফাইনালে কারা হতে পারেন ধোনি-হার্দিকের তুরুপের তাস?

IPL Final: আইপিএল ফাইনালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের রেকর্ড কেমন?

আর্থিক সমস্যায় চিকিৎসা করাতে পারছেন না, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি পিয়ালির

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?