
বাংলাদেশ সফরে চোট পেয়ে এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার উইল জ্যাকস। আইপিএল-এর নিলামে তাঁকে ৩.২০ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফলে জ্য়াকস আইপিএল থেকে ছিটকে যাওয়ায় কিছুটা সমস্যায় পড়ে গেল আরসিবি। জ্যাকসের পরিবর্তে এবার নিউজিল্যান্ডের স্পিন-বোলিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে দলে নিল আরসিবি। আইপিএল-এর নিলামে ব্রেসওয়েলের বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। সেই অর্থেই তাঁকে দলে নিল আরসিবি। শনিবার বিসিসিআই-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। কিছুদিন আগে ভারত সফরে ভালো পারফরম্যান্স দেখান ব্রেসওয়েল। এরপরেই তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির নজরে পড়ে যান। কিন্তু এতদিন তাঁকে দলে নেয়নি আইপিএল-এর কোনও ফ্র্যাঞ্চাইজি। এবার জ্যাকস ছিটকে যেতেই ব্রেসওয়েলকে দলে নিল আরসিবি। এই অলরাউন্ডারের ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে। তিনি আইপিএল-এও ভালো পারফরম্যান্স দেখাবেন বলেই আশা আরসিবি ম্যানেজমেন্টের।
৩২ বছর বয়সি ব্রেসওয়েল এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ৭টি টেস্ট ম্যাচ, ১৯টি ওডিআই ম্যাচ, ১৬টি টি-২০ ম্যাচ খেলেছেন। টি-২০ ফর্ম্যাটে ১১৭টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। তাঁর মোট রান ২,২৮৪ এবং স্ট্রাইক রেট ১৩৩.৪৮। টি-২০ ফর্ম্যাটে ৪০টি উইকেটও নিয়েছেন এই অলরাউন্ডার। তাঁর ইকনমি রেট ৬.৫২। এবার আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি এই অলরাউন্ডার। এবারর আইপিএল-এ ফাফ দু প্লেসি, ওয়ানিন্দু হাসারঙ্গা, জশ হ্যাজেলউড, গ্লেন ম্যাক্সওয়েল, রিসি টপলি, ডেভিড উইলি ও ফিন অ্যালেনের সঙ্গেই বিদেশি হিসেবে আরসিবি-তে যোগ দিলেন ব্রেসওয়েল। তিনি এবারই প্রথম আইপিএল-এ খেলবেন।
ব্রেসওয়েলের মতোই জ্যাকসও কখনও আইপিএল-এ খেলেননি। বাংলাদেশ সফরে দ্বিতীয় ওডিআই ম্যাচে পেশিতে চোট পান জ্যাকস। তাঁর স্ক্যান করানো হয়। এরপর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, এই ব্যাটারের পক্ষে আইপিএল-এ খেলা সম্ভব হবে না। এ বছরই ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার আগে আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখিয়ে ইংল্যান্ড দলে সুযোগ পাওয়া নিশ্চিত করাই লক্ষ্য ছিল জ্যাকসের। কিন্তু সেই সুযোগ হারালেন এই ব্যাটার। তিনি আইপিএল-এ খেলার সুযোগ হারিয়ে হতাশ। কিন্তু তাঁর পক্ষে কিছু করার নেই।
আইপিএল-এ খেলতে ভারতে আসছেন ব্রেসওয়েল। তাঁর পরিবর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজে নিউজিল্যান্ড দলে নেওয়া হল র্যাচিন রবীন্দ্রকে। নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচের পর শুরু হবে ওডিআই সিরিজ।
আরও পড়ুন-
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিশতরান, সচিন-সেহবাগের রেকর্ড স্পর্শ কেন উইলিয়ামসনের
দলে ফিরলেন রোহিত, রবিবার বিশাখাপত্তনমেই ওডিআই সিরিজ দখলে মরিয়া ভারত
নিজের পারফরম্যান্সে খুশি, প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাইছেন মহম্মদ সামি