IPL 2023: উইল জ্যাকসের পরিবর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে মাইকেল ব্রেসওয়েল

Published : Mar 18, 2023, 03:34 PM ISTUpdated : Mar 18, 2023, 04:08 PM IST
Michael Bracewell

সংক্ষিপ্ত

আইপিএল শুরু হতে আর দু'সপ্তাহও বাকি নেই। সব ফ্র্যাঞ্চাইজিই শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এরই মধ্যে চোটের জন্য কয়েকটি ফ্র্যাঞ্চাইজি কিছু পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে।

বাংলাদেশ সফরে চোট পেয়ে এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার উইল জ্যাকস। আইপিএল-এর নিলামে তাঁকে ৩.২০ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফলে জ্য়াকস আইপিএল থেকে ছিটকে যাওয়ায় কিছুটা সমস্যায় পড়ে গেল আরসিবি। জ্যাকসের পরিবর্তে এবার নিউজিল্যান্ডের স্পিন-বোলিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে দলে নিল আরসিবি। আইপিএল-এর নিলামে ব্রেসওয়েলের বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। সেই অর্থেই তাঁকে দলে নিল আরসিবি। শনিবার বিসিসিআই-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। কিছুদিন আগে ভারত সফরে ভালো পারফরম্যান্স দেখান ব্রেসওয়েল। এরপরেই তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির নজরে পড়ে যান। কিন্তু এতদিন তাঁকে দলে নেয়নি আইপিএল-এর কোনও ফ্র্যাঞ্চাইজি। এবার জ্যাকস ছিটকে যেতেই ব্রেসওয়েলকে দলে নিল আরসিবি। এই অলরাউন্ডারের ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে। তিনি আইপিএল-এও ভালো পারফরম্যান্স দেখাবেন বলেই আশা আরসিবি ম্যানেজমেন্টের।

৩২ বছর বয়সি ব্রেসওয়েল এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ৭টি টেস্ট ম্যাচ, ১৯টি ওডিআই ম্যাচ, ১৬টি টি-২০ ম্যাচ খেলেছেন। টি-২০ ফর্ম্যাটে ১১৭টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। তাঁর মোট রান ২,২৮৪ এবং স্ট্রাইক রেট ১৩৩.৪৮। টি-২০ ফর্ম্যাটে ৪০টি উইকেটও নিয়েছেন এই অলরাউন্ডার। তাঁর ইকনমি রেট ৬.৫২। এবার আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি এই অলরাউন্ডার। এবারর আইপিএল-এ ফাফ দু প্লেসি, ওয়ানিন্দু হাসারঙ্গা, জশ হ্যাজেলউড, গ্লেন ম্যাক্সওয়েল, রিসি টপলি, ডেভিড উইলি ও ফিন অ্যালেনের সঙ্গেই বিদেশি হিসেবে আরসিবি-তে যোগ দিলেন ব্রেসওয়েল। তিনি এবারই প্রথম আইপিএল-এ খেলবেন।

ব্রেসওয়েলের মতোই জ্যাকসও কখনও আইপিএল-এ খেলেননি। বাংলাদেশ সফরে দ্বিতীয় ওডিআই ম্যাচে পেশিতে চোট পান জ্যাকস। তাঁর স্ক্যান করানো হয়। এরপর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, এই ব্যাটারের পক্ষে আইপিএল-এ খেলা সম্ভব হবে না। এ বছরই ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার আগে আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখিয়ে ইংল্যান্ড দলে সুযোগ পাওয়া নিশ্চিত করাই লক্ষ্য ছিল জ্যাকসের। কিন্তু সেই সুযোগ হারালেন এই ব্যাটার। তিনি আইপিএল-এ খেলার সুযোগ হারিয়ে হতাশ। কিন্তু তাঁর পক্ষে কিছু করার নেই।

আইপিএল-এ খেলতে ভারতে আসছেন ব্রেসওয়েল। তাঁর পরিবর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজে নিউজিল্যান্ড দলে নেওয়া হল র‍্যাচিন রবীন্দ্রকে। নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচের পর শুরু হবে ওডিআই সিরিজ।

আরও পড়ুন-

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিশতরান, সচিন-সেহবাগের রেকর্ড স্পর্শ কেন উইলিয়ামসনের

দলে ফিরলেন রোহিত, রবিবার বিশাখাপত্তনমেই ওডিআই সিরিজ দখলে মরিয়া ভারত

নিজের পারফরম্যান্সে খুশি, প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাইছেন মহম্মদ সামি

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Messi in Delhi: দিল্লীতে মেসির সঙ্গে দেখা করতে পারেন বিরাট? স্ত্রী অনুষ্কাকে নিয়ে দেশে ফিরলেন কোহলি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় টি-২০ ম্যাচে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল