IPL 2023: অধিনায়ক বিরাটের প্রত্যাবর্তনে জয়ে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

ফাফ ডু প্লেসি খেলা সত্ত্বেও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নেতৃত্ব দিলেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনের ম্যাচে ভালো ইনিংস খেললেন তিনি।

বিরাটো কোহলি নেতৃত্বে ফিরতেই জয়ে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও। বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব কিংসকে সহজেই ২৪ রানে এবারের আইপিএল-এ তৃতীয় জয় পেল আরসিবি। এই জয়ের ফলে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে উঠে এলেন বিরাটরা। ৬ ম্যাচে ৬ পয়েন্ট থাকলেও, রান রেটে পিছিয়ে থাকায় ৮ নম্বরে নেমে গেল পাঞ্জাব। এদিন আরসিবি-র জয়ে বড় অবদান থাকল বিরাটের। ফাফ ডু প্লেসির সঙ্গে ওপেন করতে নেমে ৫৯ রান করেন বিরাট। ডু প্লেসি করেন ৮৪ রান। ওপেনিং জুটিতে যোগ হয় ১৩৭ রান। এর ফলেই লড়াই করার মতো স্কোর করতে সক্ষম হয় আরসিবি। ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ভালো পারফরম্যান্স দেখানোয় জয় পেল আরসিবি।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক স্যাম কারান। কিন্তু তাঁরা আরসিবি-র ওপেনিং জুটির উপর কোনওরকম চাপ সৃষ্টি করতে পারেননি। টি-২০ ফর্ম্যাটের বিচারে কিছুটা মন্থর গতিতে হলেও, অনায়াসে রান করতে থাকেন বিরাট। তাঁর তুলনায় বেশি আক্রমণাত্মক ছিলেন ডু প্লেসি। বিরাট আউট হয়ে যাওয়ার পরেই অবশ্য পরপর উইকেট হারায় আরসিবি। ফলে ১৬ ওভার পর্যন্ত উইকেট না পড়া সত্ত্বেও ২০০ রান করতে পারেননি বিরাটরা। ৪ উইকেটে ১৭৪ রান করেই থেমে যায় আরসিবি। গ্লেন ম্যাক্সওয়েল (০) প্রথম বলেই আউট হয়ে যান। দীনেশ কার্তিক করে ৭ রান। ৭ রান করে অপরাজিত থাকেন মহীপাল লোমরোর। ৫ রান করে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ। পাঞ্জাবের হয়ে ৩১ রান দিয়ে ২ উইকেট নেন হরপ্রীত ব্রার। ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন আর্শদীপ সিং। ৪১ রান দিয়ে ১ উইকেট নেন নাথান এলিস।

Latest Videos

রান তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই অথর্ব তাইদের (৪) উইকেট হারায় পাঞ্জাব। অপর ওপেনার প্রভসিমরন সিং (৪৬) অবশ্য লড়াই করেন। তিনিই পাঞ্জাবের ইনিংসের সর্বাধিক স্কোরার। মিডল অর্ডারের ব্যাটাররা কেউই অবশ্য বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ৩নম্বরে ব্যাটিং করতে নামা ম্যাথু শর্ট করেন ৮ রান। লিয়াম লিভিংস্টোন করেন মাত্র ২ রান। হরপ্রীত সিং ভাটিয়া করেন ১৩ রান। ১০ রান করেন কারান। ভালো পারফরম্যান্স দেখান জিতেশ শর্মা। এই উইকেটকিপার-ব্যাটার করেন ৪১ রান। শাহরুখ খান করেন ৭ রান। হরপ্রীত করেন ১৩ রান। এলিস করেন ১ রান। আরসিবি-র হয়ে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন মহম্মদ সিরাজ। ৩৯ রান দিয়ে ২ উইকেট নেন ওয়ানিন্দু হাসারঙ্গা। ৩২ রান দিয়ে ১ উইকেট নেন ওয়েন পার্নেল। ২২ রান দিয়ে ১ উইকেট নেন হর্ষল প্যাটেল।

আরও পড়ুন-

IPL 2023 : ঘরের মাঠে লখনউয়ের কাছে হেরেও আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান

ICC Rankings: টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই মুম্বই ইন্ডিয়ানসের সূর্যকুমার যাদব

IPL 2023: বেঙ্গালুরু থেকে দিল্লি ফেরার পথে ওয়ার্নারদের কয়েক লক্ষ টাকার কিটস চুরি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today