IPL 2023: সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটারদের পারফরম্যান্সে অখুশি কোচ ব্রায়ান লারা

চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় সবার শেষে সানরইজার্স হায়দরাবাদ। প্রথম ২ ম্যাচেই হেরে গিয়েছেন ভুবনেশ্বর কুমার, এইডেন মার্করামরা। দলের পারফরম্যান্সে অখুশি কোচ ব্রায়ান লারা।

এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ২ ম্যাচেই হেরে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি হায়দরাবাদের ব্যাটাররা। এইডেন মার্করাম আইপিএল-এ অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই বোল্ড হয়ে যান। দলের এই পারফরম্যান্সে অসন্তুষ্ট প্রধান কোচ ব্রায়ান লারা। তিনি বলেছেন, ‘আমরা পরপর উইকেট হারিয়ে ফেলছি। প্রথম ম্যাচে আমরা প্রথম ওভারেই জোড়া উইকেট হারাই। এরপর দ্বিতীয় ম্যাচে আমরা ৭ বলের মধ্যে ৩ উইকেট হারালাম। এটাই ম্যাচের রং বদলে দেয়। আমাদের ব্যাটিংয়ে কোথায় ভুল হচ্ছে সেটা দেখতে হবে এবং উপায় খুঁজে বের করতে হবে। এই ম্যাচ যে পিচে খেলা হয়েছে, সেই পিচ স্ট্রোক-প্লে-র উপযুক্ত ছিল না। তবে আমি কোনও অজুহাত দিতে চাই না। আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে।’

লখনউয়ের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মার্করাম। কিন্তু তাঁর এই সিদ্ধান্ত কার্যকর হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান করে হায়দরাবাদ। সর্বাধিক ৩৫ রান করেন রাহুল ত্রিপাঠি। ওপেনার আনমোলপ্রীত সিং করেন ৩১ রান। ২১ রান করে অপরাজিত থাকেন আবদুল সামাদ। ১৬ রান করেন ওয়াশিংটন সুন্দর। হায়দরাবাদের আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। তবে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়েছেন লারা। হায়দরাবাদের প্রধান কোচ বলেছেন, ‘পিচ থেকে স্পিনাররা সাহায্য পাচ্ছিল। সেই কারণেই আমরা প্রথমে ব্যাটিং করে নিতে চেয়েছিলাম। পরে পিচের অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। মাঠে শিশিরও পড়ছিল। আমার মনে হয়েছিল, প্রথমে ব্যাটিং করাই ভালো। আমরা যদি ১৫০ থেকে ১৬০ রান করতে পারতাম, তাহলে ম্যাচের ফল অন্যরকম হত। আমরা ৭ বলের মধ্যে ৩ উইকেট হারানোয় রানের গতি কমে যায়। আমরা দ্রুত রান করতে পারছিলাম না ঠিকই কিন্তু আমাদের মনে হয়েছিল, ১৪০ থেকে ১৬০ রান করতে পারলেই হবে। ওরা এই পিচেই ভালো ব্যাটিং করেছে। আমাদের আরও ভালো বোলিং করা উচিত ছিল। আমাদের ৪৮ ঘণ্টার মধ্যএই আবার ম্যাচ রয়েছে। সেই ম্যাচের জন্য তৈরি হতে হবে।’

Latest Videos

রবিবার তৃতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে হায়দরাবাদ। সেই ম্যাচেও জিততে না পারলে অনেকটা পিছিয়ে যাবে দল। সেই কারণেই চিন্তিত লারা।

আরও পড়ুন-

মরসুমের প্রথম আম মাকে খাওয়ালেন সচিন

প্রথম ওভারে ২০! দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নজির যশস্বী জয়সোয়ালের

মুম্বই-চেন্নাই ম্যাচ ভারত-পাকিস্তান লড়াইয়ের মতো, মত হরভজনের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?