IPL 2024: আইপিএল-এ ধোনির দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ক্যাটরিনা কাইফ

আইপিএল-এর শুরু থেকেই বলিউডের সঙ্গে ক্রিকেটের ঘনিষ্ঠ যোগাযোগ দেখা যাচ্ছে। এবারের আইপিএল-এও এর ব্যতিক্রম হচ্ছে না। ক্রিকেট ও বিনোদন একসঙ্গে উপভোগ করার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করার কথা ঘোষণা করল চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএল-এ মহেন্দ্র সিং ধোনির দলের হয়ে প্রচার করবেন ক্যাটরিনা। সিএসকে-র ম্যাচে তাঁকে স্টেডিয়ামে দেখা যাবে। ক্যাটরিনাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করার পাশাপাশি আইপিএল-এর নতুন মরসুম শুরু হওয়ার আগে জার্সির লোগোও বদল করেছে ধোনির দল। এবারের আইপিএল-এর জন্য ইতিহাদ এয়ারওয়েজকে স্পনসর হিসেবে পেয়েছে সিএসকে। এই উড়ান সংস্থারও ব্র্যান্ড অ্যাম্বাসাডার ক্যাটরিনা। সেই কারণেই তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেছে সিএসকে। বলিউডের প্রথমসারির অভিনেত্রী ক্যাটরিনা। তিনি ভারতের বাইরেও জনপ্রিয়। এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছে সিএসকে।

ফের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সিএসকে

Latest Videos

২০২৩ সালে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। এবারের আইপিএল-এর নিলামে নিউজিল্যান্ডের তরুণ তারকা রাচিন রবীন্দ্র ও অভিজ্ঞ অলরাউন্ডার ড্যারিল মিচেল। এই দুই ক্রিকেটার দলে যোগ দেওয়ায় সিএসকে-র শক্তি বেড়েছে। ফের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলতে নামছেন ধোনিরা। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের সঙ্গে যুগ্মভাবে সফলতম দল সিএসকে। জনপ্রিয়তাতেও বাকি দলগুলিকে টেক্কা দেয় সিএসকে। এই কারণেই ধোনির দলের স্পনসর হয়েছে ইতিহাদ এয়ারওয়েজ। সিএসকে-র নতুন জার্সির পিঠে এই উড়ান সংস্থার লোগো থাকবে।

এবারও অত্যন্ত শক্তিশালী দল সিএসকে

এবারের আইপিএল-এ ধোনির দলে আছেন মইন আলি, দীপক চাহার, শিবম দুবে, রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাডেজা, অজিঙ্কা রাহানে, শার্দুল ঠাকুরের মতো ক্রিকেটাররা। ২০২৩ সালের আইপিএল-এ অসাধারণ পারফরম্যান্স দেখান জাডেজা। ফাইনালে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ম্যাচের শেষদিকে চাপে পড়ে গিয়েছিল সিএসকে। সেই অবস্থায় দুর্দান্ত ব্যাটিং করে দলকে জয় এনে দেন জাডেজা। এবারও ভালো পারফরম্যান্স দেখাতে মরিয়া এই অলরাউন্ডার। আইপিএল-এর শুরু থেকেই ধোনির দলের ভরসা জাডেজা। এবারও তাঁর উপর ভরসা করছে দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: চেন্নাই সুপার কিংসের নতুন স্পনসর ইতিহাদ, ধোনির জার্সি প্রকাশের ভিডিও ভাইরাল

MS Dhoni: ব্যাটে ছোটবেলার বন্ধুর দোকানের স্টিকার, ফের অনুরাগীদের মন জয় ধোনির

Rohit Sharma-Hardik Pandya: অধিনায়কত্ব নিয়ে দ্বন্দ্ব, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো রোহিত-হার্দিকের!

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari