IPL 2024 Auction: আইপিএল-এর নিলামে বিপুল দর, নজর কাড়লেন অনামী সমীর রিজভি, সুশান্ত মিশ্ররা

মঙ্গলবার আইপিএল-এর নিলামে নজর কেড়ে নিলেন ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বিশেষ করে এখনও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না পাওয়া ভারতীয় ক্রিকেটাররা বিপুল দর পেলেন।

মঙ্গলবার আইপিএল-এর নিলামে বেশ কয়েকজন অনামী ভারতীয় ক্রিকেটার বিপুল দর পেলেন। তাঁদের মধ্যে আছেন সমীর রিজভি, এম সিদ্ধার্থ, সুশান্ত মিশ্র, যশ দয়াল, শাহরুখ খান। উত্তরপ্রদেশের তরুণ ব্যাটার সমীরকে নিয়ে আলোচনা চলছিল। এদিন ৮.৪০ কোটি টাকা দিয়ে সমীরকে দলে নিল চেন্নাই সুপার কিংস। সিদ্ধার্থ, সুশান্ত, যশ, শাহরুখরাও বিপুল দর পেয়েছেন। তাঁদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। শ্রেয়াস গোপাল, মানব সুথার, রাসিখ দার অবশ্য খুব বেশি দর পাননি। তবে তাঁরা এবারের আইপিএল-এ খেলার সুযোগ পাচ্ছেন। ভালো পারফরম্যান্স দেখাতে পারলে ভবিষ্যতে অনেক বেশি অর্থ পেতে পারেন গোপালরা।

অনামী ক্রিকেটাররা রাতারাতি কোটিপতি

Latest Videos

হরিয়ানার অলরাউন্ডার সুমিত কুমারকে ১ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন সুমিত। এই পারফরম্যান্সের জন্যই তাঁকে দলে নিল দিল্লি। ২.৪ কোটি টাকা দিয়ে সিদ্ধার্থকে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। কার্তিক ত্যাগীকে ৬০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে গুজরাট টাইটানস। গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হোম ম্যাচের শেষ ওভারে রিঙ্কু সিংয়ের বিরুদ্ধে ৫টি ওভার-বাউন্ডারি দেওয়া যশকে ৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সুশান্তকে ২.২০ কোটি টাকা দিয়ে দলে নিয়েছেন গুজরাট টাইটানস। কুমার কুশাগ্রকে ৭.২০ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ৭.৪ কোটি টাকা দিয়ে শাহরুখকে দলে নিয়েছে গুজরাট টাইটানস। শুভম দুবেকে ৫.৮ কোটি টাকা দিয়ে দলে নিল রাজস্থান রয়্যালস।

নিলামের শেষপর্বে চমক রবিন মিনজ

২১ বছর বয়সি উইকেটকিপার-ব্যাটার রবিন মিনজকে ৩ কোটি টাকা দিয়ে দলে নিল ২০২৩ সালের আইপিএল-এর রানার্স গুজরাট টাইটানস। রবিনকে নিয়ে গুজরাটের সঙ্গে লড়াইয়ে ছিল মুম্বই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Mitchell Starc: 'কে কীভাবে টাকা খরচ করবে তার ব্যাপার,' স্টার্কের দর নিয়ে সাফ কথা কেকেআর সিইও-র

IPL 2024 Auction: ২৪.৭৫ কোটি টাকা! সবচেয়ে বেশি দরে মিচেল স্টার্ককে দলে নিয়ে চমক কলকাতার

IPL 2024 Auction: আইপিএল নিলামে সবচেয়ে বেশি দর, ইতিহাসে প্যাট কামিন্স, চমক ড্যারিল মিচেলের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও