Rishabh Pant: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মন্থর ওভার-রেট, ঋষভ পন্থের জরিমানা-নির্বাসন

চলতি আইপিএল-এর শুরুটা ভালো করতে না পারলেও, এখন ভালো পারফরম্যান্স দেখাচ্ছে দিল্লি ক্যাপিটালস। চোট সারিয়ে মাঠে ফিরে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন অধিনায়ক ঋষভ পন্থ।

ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মন্থর ওভার-রেটের জন্য বড় শাস্তির মুখে পড়তে হল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে। তাঁর ৩০ লক্ষ টাকা জরিমানা এবং ১ ম্যাচ নির্বাসন হল। আইপিএল-এর আদর্শ আচরণবিধি লঙ্ঘনের জন্যই শাস্তি পেতে হল ঋষভকে। অরুণ জেটলি স্টেডিয়ামে এই ম্যাচে দিল্লির বোলাররা নির্দিষ্ট সময়ে ২০ ওভার শেষ করতে পারেননি। এই কারণেই অধিনায়ক হিসেবে ঋষভকে শাস্তি পেতে হল। এর ফলে রবিবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না দিল্লির অধিনায়ক। দিল্লি এখনও চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জনের দৌড়ে আছে। তবে প্লে-অফের যোগ্যতা অর্জনের আশা বাঁচিয়ে রাখতে হলে রবিবার জিততেই হবে দিল্লিকে। ফলে আরসিবি-র বিরুদ্ধে ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে ঋষভ না থাকায় কিছুটা চাপে দিল্লি।

দিল্লি ক্যাপিটালসের আর্জি খারিজ

Latest Videos

বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আইপিএল-এর আচরণবিধির ৮ নম্বর অনুচ্ছেদ অনুসারে ম্যাচ রেফারির রায়ের বিরুদ্ধে আবেদন জানায় দিল্লি ক্যাপিটালস। এরপর এই আবেদন খতিয়ে দেখার জন্য বিসিসিআই-এর ওম্বুডসম্যানকে দায়িত্ব দেওয়া হয়। ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করেন ওম্বুডসম্যান। এরপর তিনি জানিয়ে দেন, ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।’

লিগ টেবলে ৫ নম্বরে দিল্লি

১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ লিগ টেবলে ৫ নম্বরে দিল্লি ক্যাপিটালস। রবিবার আরসিবি-র বিরুদ্ধে ম্যাচের পর শুধু লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ বাকি থাকবে দিল্লির। এই ২ ম্যাচেই জয় পেলে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে দিল্লি। কিন্তু রবিবার জয় পেতে মরিয়া আরসিবি-ও। ১২ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে আরসিবি। বিরাট কোহলিদের প্লে-অফের যোগ্যতা অর্জনের আশা নেই বললেই চলে। তবে তাঁরা পয়েন্ট বাড়িয়ে নিতে মরিয়া।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: সিএসকে-র বিরুদ্ধে সহজ জয়, প্লে-অফের দৌড়ে টিকে থাকল গুজরাট

Sai Sudharsan: সিএসকে-র বিরুদ্ধে শতরান, সচিন-রুতুরাজের রেকর্ড ভাঙলেন সুদর্শন

IPL 2024: মরণ-বাঁচন ম্যাচে জয় আরসিবি-র, প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল পাঞ্জাব

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন