IPL 2024 Auction: আইপিএল নিলামে সর্বাধিক বেস প্রাইস মাত্র ৩ ভারতীয় ক্রিকেটারের

আগামী সপ্তাহে দুবাইয়ে হতে চলেছে আইপিএল-এর নিলাম। শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বিসিসিআই কর্তারা। যে ক্রিকেটাররা নিলামে থাকবেন, তাঁদের তালিকা তৈরি।

Soumya Gangully | Published : Dec 11, 2023 5:52 PM IST / Updated: Dec 12 2023, 12:21 AM IST

১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএল নিলামে থাকছেন ৩৩৩ জন ক্রিকেটার। সোমবার নিলামে থাকা ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। সদ্য অস্ট্রেলিয়াকে ষষ্ঠবার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা ট্রেভিস হেড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা ২০২৪ সালের আইপিএল-এ খেলতে আগ্রহী। তাঁরা আইপিএল-এর নিলামে থাকছেন। আইপিএল নিলামে ক্রিকেটারদের বেস প্রাইসের একাধিক বিভাগ রয়েছে। সর্বাধিক বেস প্রাইস ২ কোটি টাকা। এই বিভাগে আছেন মোট ২৩ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ৩ জন ভারতীয় আছেন। তাঁরা হলেন হর্ষল প্যাটেল, শার্দুল ঠাকুর ও উমেশ যাদব। এছাড়া দেড় কোটি টাকা, ১ কোটি টাকা, ৭৫ লক্ষ টাকা, ৫০ লক্ষ টাকার বিভাগও আছে। দেড় কোটি টাকা, ১ কোটি টাকা ও ৭৫ লক্ষ টাকার বেস প্রাইসের বিভাগে কোনও ভারতীয় ক্রিকেটার নেই। ৫০ লক্ষ টাকার বিভাগে ১১ জন ভারতীয় আছেন।

৫০ লক্ষ টাকার বেস প্রাইস ৪৩ জনের

এবারের ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখানো অলরাউন্ডার র‍্যাচিন রবীন্দ্র, আফগানিস্তানের তারকা আজমাতুল্লাহ ওমরজাই, শ্রীলঙ্কার লাহিড়ু কুমারা, দাসুন শনাকা, চরিত আসালাঙ্কা, দিলশান মদুশনাকা, কুশল মেন্ডিস, বাংলাদেশের শরিফুল ইসলাম-সহ ৪৩ জন ক্রিকেটারের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। তবে বিপুল দর পেতে পারেন রবীন্দ্র। এই তরুণ অলরাউন্ডার ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছেন। ফলে আইপিএল নিলামে তাঁকে নিয়ে সব ফ্র্যাঞ্চাইজিরই আগ্রহ থাকতে পারে।

মার্চে শুরু হতে পারে আইপিএল

২০২৪ সালের জুনে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হবে টি-২০ বিশ্বকাপ। সেই কারণে মার্চে শুরু হতে পারে আইপিএল। লোকসভা নির্বাচনের জন্য যদি সমস্যা হয়, তাহলে বিদেশেও হতে পারে আইপিএল। তবে আপাতত সবারই নজর নিলামের দিকে। ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ৭৭ জন ক্রিকেটারকে দলে নিতে পারে। সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে ২৬২.৯৫ কোটি টাকা আছে। গতবারের রানার্স গুজরাট টাইটানসের হাতে সর্বাধিক ৩৮.১৫ কোটি টাকা আছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য আইপিএল থেকে সরলেন জোফ্রা আর্চার

IPL 2024 Auction: ১৯ ডিসেম্বর দুবাইয়েই হচ্ছে আইপিএল নিলাম, জানিয়ে দিল বিসিসিআই

Shubman Gill: হার্দিক দল ছাড়ার পর গুজরাট টাইটানসের অধিনায়ক শুবমান

Read more Articles on
Share this article
click me!