Vaibhav Suryavanshi: 'ভারতীয় দলে সুযোগ না পাওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করে যাব,' সঙ্কল্প বৈভবের

Published : Apr 29, 2025, 11:42 PM IST

IPL 2025 Vaibhav Suryavanshi: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে কম বয়সে অভিষেকের নজির গড়ার পাশাপাশি সবচেয়ে কম বয়সে শতরানের রেকর্ডও গড়েছেন ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী। তিনি এবার জাতীয় দলের হয়ে খেলতে চান।

PREV
110
আইপিএল-এ শতরান করেই থেমে থাকতে চান না, জাতীয় দলে সুযোগ পেতে চান বৈভব সূর্যবংশী

আইপিএল-এ সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকের পর শতরান করেছেন বৈভব সূর্যবংশী। ১৪ বছর বয়সি এই ব্যাটার জানিয়েছেন, তিনি এরপর জাতীয় দলে জায়গা করে নিতে চান।

210
আইপিএল-এ নজির গড়ার পর আরও পরিশ্রম করে যেতে চান, জানিয়েছেন বৈভব সূর্যবংশী

বৈভব সূর্যবংশী জানিয়েছেন, ‘আমাকে এবার আরও পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম, আরও ভালো পারফরম্যান্স দরকার। আমি যতদিন না ভারতের প্রতিনিধিত্ব করার পর্যায়ে পৌঁছই, ততদিন পরিশ্রম করে যেতে হবে।’

310
জাতীয় দলে জায়গা করে নেওয়াই শুধু নয়, ভালো পারফরম্যান্স দেখাতে চান বৈভব সূর্যবংশী

বৈভব সূর্যবংশী আরও জানিয়েছেন, ‘আমার লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করে যেতে হবে। আমার লক্ষ্য হল দেশের প্রতিনিধিত্ব করা এবং ভালো পারফর্ম করা।’

410
আইপিএল-এ অভিষেক মরসুমেই সাফল্যের জন্য বাবা-মাকে কৃতিত্ব দিচ্ছেন বৈভব সূর্যবংশী

বাবা-মায়ের অবদানের কথা স্বীকার করে বৈভব সূর্যবংশী জানিয়েছেন, ‘আমি আজ যা হয়েছি তা বাবা-মায়ের জন্য। আমাকে অনুশীলনে পাঠানোর জন্য রাত দুটোয় ঘুম থেকে উঠে পড়তেন মা। তিনি রাত ১১টায় ঘুমোতেন। মাত্র তিন ঘণ্টা ঘুমোতেন। তারপর আমার জন্য খাবার বানাতেন। আমার বাবাও ঘুম থেকে উঠে পড়তেন।’

510
বৈভব সূর্যবংশীকে ক্রিকেটার করে তোলার জন্য চাকরি ছেড়ে দেন তাঁর বাবা

বাবার কথা বলতে গিয়ে বৈভব সূর্যবংশী জানিয়েছেন, ‘তিনি চাকরি ছেড়ে দেন। আমার দাদা বাবার কাজ শুরু করেন। আমাকে ক্রিকেটার করে তোলায় মন দেন বাবা।’

610
বাবার দেখানো পথেই কঠোর পরিশ্রম করে এখন সাফল্য পাচ্ছেন বৈভব সূর্যবংশী

বৈভব সূর্যবংশী জানিয়েছেন, ‘আমার বাবা বিশ্বাস করেন, কঠোর পরিশ্রম কখনও বৃথা যায় না। আজ আমি যে সাফল্য পাচ্ছি, তা বাবা-মায়ের জন্য।’

710
বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে খেলতে নামবেন বৈভব সূর্যবংশী

বৃহস্পতিবার আইপিএল-এর পরবর্তী ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচেও ভালো পারফরম্যান্সের লক্ষ্যে বৈভব সূর্যবংশী।

810
আইপিএল-এ ৩৫ বলে শতরান করার পর আরও অনেক নজির গড়তে চান বৈভব সূর্যবংশী

আইপিএল-এর ইতিহাসে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম শতরান করেছেন বৈভব সূর্যবংশী। তিনি সবমিলিয়ে আইপিএল-এ দ্বিতীয় দ্রুততম শতরান করেছেন।

910
বৈভব সূর্যবংশীর প্রশংসা করেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর-সহ প্রাক্তন ক্রিকেটাররা

বৈভব সূর্যবংশীর অসাধারণ ইনিংসে মুগ্ধ ক্রিকেট মহল। সচিন তেন্ডুলকর-সহ অনেকেই এই কিশোর ব্যাটারের প্রশংসা করেছেন।

1010
চলতি আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে আরও ভালো পারফরম্যান্স দেখাতে চান বৈভব সূর্যবংশী

চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জনের দৌড়ে পিছিয়ে পড়েছে রাজস্থান রয়্যালস। তবে ভালো পারফরম্যান্স দেখিয়ে যেতে চান বৈভব সূর্যবংশী।

click me!

Recommended Stories