Vaibhav Suryavanshi: ২০০৮ সালে যখন আইপিএল (IPL 2025) শুরু হয়েছিল, তখন এই কিশোরের জন্ম হয়নি। আইপিএল-এর ১৮-তম মরসুমে খেলার সুযোগ পেয়ে নায়ক হয়ে উঠলেন বৈভব সূর্যবংশী। এই প্রতিভাকে নিয়ে মাতোয়ারা ক্রিকেট দুনিয়া।
IPL 2025 Vaibhav Suryavanshi: আইপিএল-এ (IPL 2025) ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) ব্যাটিংয়ে মুগ্ধ রোহিত শর্মার (Rohit Sharma) ছোটবেলার কোচ দীনেশ লাড (Dinesh Lad)। দ্রোণাচার্য সম্মান পাওয়া এই কোচ নিজে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছোটবেলার কোচ প্রয়াত রমাকান্ত আচরেকরের (Ramakant Achrekar) কাছে ক্রিকেট খেলা শিখেছেন। পরবর্তীকালে কোচিংয়ে এসে রোহিত, শার্দুল ঠাকুরের (Shardul Thakur) মতো তারকাদের তৈরি করেছেন। সোমবার বৈভবের ইনিংস দেখে তাঁর মনে হচ্ছে, এই প্রতিভাবান ক্রিকেটারকে কোচ হিসেবে পেলে খুশি হতেন। ১৪ বছর বয়সেই বৈভব যে মানসিকতা নিয়ে ব্যাটিং করলেন, তাতে মুগ্ধ দীনেশ। তিনি এই প্রতিভাবান ক্রিকেটারের শট বাছাই, ইতিবাচক মানসিকতায় মুগ্ধ। এই কিশোর অনেকদূর যেতে পারেন বলে আশাবাদী দ্রোণাচার্য কোচ।
বৈভব সম্পর্কে কী বললেন দীনেশ?
মুম্বই থেকে ফোনে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে কথা বলার সময় দ্রোণাচার্য কোচের গলায় উচ্ছ্বাস ঝরে পড়ছিল। বৈভব সম্পর্কে তিনি বললেন, 'অন্যতম সেরা ইনিংস। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। আমি এই ইনিংস দেখে মুগ্ধ। বৈভব যেভাবে ইনিংস সাজাল, সেটা আমার খুব ভালো লাগল। ওর শট নির্বাচন খুব ভালো ছিল। ও খুব ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিং করল। ওর মনোভাব খুব ভালো। আমি ওকে নিয়ে আশাবাদী। ও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের তারকা হতে পারে। ওর সবে ১৪ বছর বয়স। এখনও অনেক পথ চলা বাকি। তবে আমি আশা করি ও অনেকদূর যাবে।'
বৈভবকে কি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত?
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারতের মাটিতে হতে চলেছে টি-২০ বিশ্বকাপ (2026 Men's T20 World Cup)। সেই টুর্নামেন্টে খেতাব ধরে রাখার লক্ষ্যে খেলতে নামবে ভারতীয় দল। টি-২০ বিশ্বকাপের আগে কি বৈভকে ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত? এখনই এতদূর ভাবছেন না দীনেশ। তিনি জানালেন, 'বৈভব সবে একটা ইনিংস খেলল। ওকে আরও খেলতে দিন। এখনই ভারতীয় দলে সুযোগ পাওয়ার মতো কিছু করেনি। তবে ও যদি এভাবেই খেলে যেতে পারে, তাহলে ভবিষ্যতে ও নিশ্চয়ই ভারতীয় দলে সুযোগ পাবে। তার জন্য এখনও সময় আছে।'
সচিনের সঙ্গে বৈভবের তুলনা শুরু
চার দশক আগে কিশোর সচিনকে নিয়ে মাতোয়ারা হয়ে উঠেছিল ভারতীয় ক্রিকেট। সেই সময় আইপিএল ছিল না। স্কুল ক্রিকেটের পর রঞ্জি ট্রফি-সহ ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্টে অসাধারণ প্রতিভার পরিচয় দিয়ে কিশোর বয়সেই ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন সচিন। এবার আইপিএল-এ সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) সুযোগ পেয়েছেন বৈভব। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে আইপিএল-এ অভিষেক হয় এই কিশোরের। সেই ম্যাচে ব্যাটিং ওপেন করতে নেমে ২০ বলে ৩৪ রান করেন বৈভব। তিনি সেই ইনিংসে তিনটি ছক্কা এবং দু'টি বাউন্ডারি মারেন। আউট হয়ে মাঠ ছাড়ার সময় তাঁর চোখে জল দেখা যায়। সেই চোখের জল শুকিয়ে যাওয়ার আগেই প্রতিজ্ঞা করেছিলেন, আবার খেলার সুযোগ পেলে বড় ইনিংস খেলবেন। সোমবার গুজরাট টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে সেই সুযোগ এল এবং নিজেকে প্রমাণ করলেন বৈভব। ১৭ বলে অর্ধশতরান পূরণ করে থেমে থাকেননি। ৩৫ বলে শতরান পূরণ করেন। শেষপর্যন্ত ৩৮ বলে ১০১ রান করে আউট হন এই কিশোর। তিনি ৭টি বাউন্ডারি এবং ১১টি ওভার-বাউন্ডারি মারেন। আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান করলেন বৈভব। ভারতীয়দের মধ্যে এটাই আইপিএল-এ দ্রুততম শতরান। আইপিএল-এ সবচেয়ে কম বয়সে শতরান করলেন বৈভব। ফলে এই ইনিংসের পরেই তাঁর সঙ্গে সচিনের তুলনা শুরু হয়ে গিয়েছে।
এই ইনিংসের পর কী বলছেন বৈভব?
নজির গড়ার পর বৈভব বললেন, ‘খুব ভালো লাগছে। আইপিএল-এ আমার তৃতীয় ইনিংসে প্রথম শতরান করলাম। টুর্নামেন্টের আগে অনুশীলন করার ফল পাচ্ছি। আমি শুধু বল দেখি আর খেলি। আইপিএল-এ শতরান করার স্বপ্ন দেখতাম। আমার সেই স্বপ্নপূরণ হল। আমি ভয় পাই না, বেশি ভাবি না। শুধু খেলা নিয়ে ভাবি।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


