
IPL 2026: আইপিএল-এর আগামী মরসুমের আগে কি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ছেড়ে সানরাইজার্স হায়দরাবাদে (Sunrisers Hyderabad) যোগ দিতে চলেছেন তারকা ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)? এই তারকা ব্যাটার তেমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি দল ছাড়বেন বলে শোনা যাচ্ছে। কেকেআর ম্যানেজমেন্টও ভেঙ্কটেশকে দলে রাখতে আগ্রহী নয় বলে জানা গিয়েছে। এরই মধ্যে কেকেআর-এ থাকাকালীন সবচেয়ে যন্ত্রণার মুহূর্তের কথা জানিয়েছেন ভেঙ্কটেশ। এই ব্যাটার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘১১১ রান তাড়া করতে গিয়ে হেরে যাওয়াই সবচেয়ে যন্ত্রণার মুহূর্ত ছিল। আমি সেই হার মেনে নিতে পারিনি। আমাদের ওই ম্যাচ হারা উচিত হয়নি। ওই হার আমাকে কষ্ট দিয়েছে। তবে যখন পরপর ম্যাচ খেলতে হয়, তখন আগের ম্যাচের ফল ভুলে গিয়ে সামনের দিকে তাকাতে হয়।’
ভেঙ্কটেশ যে ম্যাচে হেরে যাওয়ায় সবচেয়ে বেশি যন্ত্রণা পাওয়ার কথা জানিয়েছেন, সেই ম্যাচ ছিল পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে। নিউ চণ্ডীগড় স্টেডিয়ামে (New Chandigarh stadium) সেই ম্যাচে ১১২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯৫ রানে অলআউট হয়ে যায় কেকেআর। যখন ৬২ রানে ২ উইকেট ছিল, সেই সময় মনে হচ্ছিল সহজেই জয় পাবেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane), অঙ্গকৃশ রঘুবংশীরা (Angkrish Raghuvanshi)। কিন্তু এরপরেই ধস নামে। ৩৩ রানের মধ্যে ৮ উইকেট হারায় কেকেআর। অসাধারণ বোলিং করেন তারকা লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)।
এবারের আইপিএল-এর (IPL 2025) নিলামে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশকে দলে নেয় কেকেআর। কিন্তু এই ব্যাটার ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ১১ ইনিংসে মাত্র ১৪২ রান করেন কেকেআর-এর সহ-অধিনায়ক। তাঁর গড় ছিল ২০ এবং স্ট্রাইক রেট ১৩৯। এই পারফরম্যান্সের পর ভেঙ্কটেশকে দলে রাখতে আগ্রহী নয় কেকেআর ম্যানেজমেন্ট। ভেঙ্কটেশও সানরাইজার্স হায়দরাবাদের প্রস্তাব গ্রহণ করতে পারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।