সংক্ষিপ্ত

IPL 2025 PBKS vs KKR: এবারের আইপিএল-এ কি প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)? পাঞ্জাব কিংসের (Punjab Kings) কাছে হারের পর এই প্রশ্ন জোরদার হয়েছে।

IPL 2025 Punjab Kings vs Kolkata Knight Riders: মঙ্গলবার রাতে আইপিএল ২০২৫-এর (IPL 2025) ৩১-তম ম্যাচে পাঞ্জাব কিংস (Punjab Kings) ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) ১৬ রানে হারিয়ে দিয়েছে। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে পাঞ্জাব ১৫.৩ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায়। সেই সময় মনে হচ্ছিল কেকেআর সহজ জয় পাবে। কিন্তু ম্যাচের রং বদলে দেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), মার্কো জ্যানসেন (Marco Jansen)। ১১২ রান তাড়া করতে নেমে কেকেআর ১৫.১ ওভারে ৯৫ রানেই গুটিয়ে যায়। ফলে রোমাঞ্চকর জয় পেল পাঞ্জাব। আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে কম রান করে কোনও দল জয় পেল। এর আগে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ১১৬ রান করে  জয় পেয়েছিল। সেই রেকর্ড ভেঙে দিল পাঞ্জাব। এই জয় পেয়ে শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) দল পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এল। অন্যদিকে, ফের হেরে কেকেআর ৬ নম্বরে থাকল।

ঘরের মাঠে পাঞ্জাবের ব্যাটিং বিপর্যয়

চণ্ডীগড়ে এই ম্যাচে পুরনো দল কেকেআর-এর বিরুদ্ধে ২ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান শ্রেয়াস। তাঁর দলও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। পাঞ্জাবের দুই ওপেনার প্রভসিমরন সিং (Prabhsimran Singh) ও প্রिয়াংশ আর্য (Priyansh Arya) ইনিংসের শুরুটা ভালো করেন। ওপেনিং জুটিতে ৩৯ রান যোগ হয়। প্রिয়াংশ ২২ রান করে আউট হন। জশ ইনগ্লিস (Josh Inglis) ২ রান করে আউট হন। প্রভসিমরন ১৫ বলে ৩০ রান করেন। তিনি আউট হওয়ার পরেই পাঞ্জাবের ইনিংস ভেঙে পড়ে। গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) ৭ রান করে ফিরে যান। শেষে শশাঙ্ক সিংয়ের (Shashank Singh) ১৮ এবং জেভিয়ের বার্টলেটের (Xavier Bartlett) ১১ রান করে পাঞ্জাবের স্কোর ১১১-তে পৌঁছে দেয়। কেকেআর-এর হয়ে হর্ষিত রানা (Harshit Rana) সর্বাধিক ৩ উইকেট নেন। বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ও সুনীল নারিন (Sunil Narine) ২টি করে উইকেট নেন। আর বৈভব অরোরা (Vaibhav Arora) ও অ্যানরিক নর্খিয়ে (Anrich Nortje) একটি করে উইকেট পান।

কেকেআর-এর ব্যাটিং লাইনআপে ধস

১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেকেআর-এর ইনিংসের শুরুটা খুবই খারাপ হয়। ওপেনার নারিন ৫ এবং কুইন্টন ডি কক (Quinton de Kock) ২ রান করে আউট হন। অঙ্গকৃষ রঘুবংশীর (Angkrish Raghuvanshi) সঙ্গে ভালো জুটি গড়ে তোলেন অধিনায়ক অজिঙ্কা রাহানে (Ajinkya Rahane)। তাঁরা দলকে ৫০ পার করে দেন। কিন্তু ১৭ বলে ১৭ রান করে রাহানে আউট হতেই উইকেটের পতন শুরু হয়। ঠিক পরেই রঘুবংশী ৩৭ রান করে আউট হন। ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ৭, রিঙ্কু সিং (Rinku Singh) ২ রান করেন। শেষে আন্দ্রে রাসেল (Andre Russell) ১১ বলে ১৭ রান করে ম্যাচে রোমাঞ্চ ফিরিয়ে আনেন। কিন্তু তার পথ আটকায় জ্যানসেন। ১৬ তম ওভারের প্রথম বলে দুর্দান্ত ইয়র্কারে রাসেলকে বোল্ড করে কেকেআর-এর ইনিংসের ইতি টানেন জ্যানসেন। পাঞ্জাবের বোলারদের মধ্যে চাহাল ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নেন। জ্যানসেন ৩ উইকেট পান। ম্যাক্সওয়েল, বার্টলেট ও আর্শদীপ সিং (Arshdeep Singh) একটি করে উইকেট পান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।