সংক্ষিপ্ত

সদ্য আইপিএল শেষ হয়েছে। রবিবার শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপ। আপাতত ঘরোয়া ক্রিকেট নেই। ফলে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা নিজেদের মতো করে সময় কাটানোর অবকাশ পাচ্ছেন।

রবিবার বিয়ে করলেন আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার। তিনি বান্ধবী শ্রুতি রঘুনাথনকে বিয়ে করলেন। বিশাল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের বদলে সাধারণভাবেই বিয়ে করলেন ভেঙ্কটেশ। তাঁর ও নববিবাহিতা স্ত্রীর পরনে ছিল দক্ষিণ ভারতের বিয়ের চিরাচরিত পোশাক। তাঁরা বিয়ের যাবতীয় আচার পালন করেন। দুই পরিবারের সদস্য, আত্মীয়-পরিজন ও বন্ধুরা বিয়ের আসরে হাজির ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভেঙ্কটেশ ও শ্রুতির বিয়ের ছবি ভাইরাল। কেকেআর সমর্থকদের পাশাপাশি সতীর্থ, শুভানুধ্যায়ীরা ভেঙ্কটেশকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। সবারই আশা, বিয়ের পর ক্রিকেট মাঠে আরও ভালো পারফরম্যান্স দেখাবেন এই তারকা।

ভেঙ্কটেশের স্ত্রী শ্রুতির পরিচয় কী?

২০২৩ সালের নভেম্বরে শ্রুতির সঙ্গে বাগদান হয় ভেঙ্কটেশের। খেলার সঙ্গে শ্রুতির তেমন কোনও সম্পর্ক নেই। তিনি পড়াশোনা ও চাকরি নিয়েই আছেন। তামিলনাড়ুর কোয়েম্বাটোরের পিএসজি কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স থেকে বি কম পাশ করার পর এনআইএফটি থেকে ফ্যাশন ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন শ্রুতি। তিনি এখন মার্চেন্ডাইজ প্ল্যানার হিসেবে বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় কর্মরতা। নিজের পেশায় তিনি যথেষ্ট সফল।

 

 

কেকেআর-এর তৃতীয় খেতাবের অন্যতম নায়ক ভেঙ্কটেশ

এবারের আইপিএল-এ কেকেআর-এর চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে ভেঙ্কটেশেরও অবদান আছে। ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই ব্যাটার। আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও ভালো ব্যাটিং করেন তিনি। মাত্র ২৬ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্স দেখানোই ভেঙ্কটেশের লক্ষ্য। জাতীয় দলের হয়ে খেলতে চান এই ব্যাটার। ২০২৬ সালে পরবর্তী টি-২০ বিশ্বকাপ। তার আগে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের মাধ্যমে নির্বাচকদের নজর কেড়ে নেওয়াই ভেঙ্কটেশের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Shah Rukh Khan: 'কেকেআর-এ ছোট-বড় বলে কেউ নেই, দলই আসল,' বার্তা শাহরুখের

IPL 2024 Final KKR Vs SRH: ফুটবল থেকে ক্রিকেট, দেশজুড়ে কলকাতার রাজত্ব

IPL 2024 Final KKR Vs SRH: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে একপেশে ফাইনাল, তৃতীয়বার চ্যাম্পিয়ন কেকেআর