আইপিএল ২০২৬: কেকেআর থেকে বাদ পড়ে আইনি ব্যবস্থা নিচ্ছেন মুস্তাফিজুর রহমান?

Published : Jan 16, 2026, 04:31 PM ISTUpdated : Jan 16, 2026, 04:49 PM IST
mustafizur rahman

সংক্ষিপ্ত

IPL 2026: এবারের আইপিএল-এর নিলামে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ৯.২০ কোটি টাকার বিনিময়ে সুযোগ পেলেও, বিসিসিআই-এর (BCCI) নির্দেশে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। তাঁকে নিয়ে বিতর্ক অব্যাহত।

DID YOU KNOW ?
ভারত-বিরোধিতা বাংলাদেশের
মুস্তাফিজুর রহমান আইপিএল ২০২৬ থেকে বাদ পড়ায় ভারত-বিরোধিতার মাত্রা বাড়িয়েছে বাংলাদেশ।

Mustafizur Rahman: এবারের আইপিএল-এ (IPL 2026) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) থেকে বাদ পড়লেও, আইনি ব্যবস্থার পথে হাঁটছেন না বাংলাদেশের (Bangladesh) পেসার মুস্তাফিজুর রহমান। তাঁর সামনে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ ছিল। বাংলাদেশের ক্রিকেট মহল এই পেসারের পাশে ছিল। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (Cricketers’ Welfare Association of Bangladesh) এবং ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (World Cricketers' Association) আইনি ব্যবস্থা নিয়ে মুস্তাফিজুরকে সাহায্য করতে তৈরি ছিল। কিন্তু এই ক্রিকেটারই কেকেআর-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে রাজি হননি। এই কারণেই আইনি জালে ফাঁসল না কেকেআর ম্যানেজমেন্ট। বাংলাদেশের এই ক্রিকেটার আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হলে সমস্যায় পড়ে যেতে পারত কেকেআর। কিন্তু সেই সমস্যা হচ্ছে না।

কেন পিছিয়ে এলেন মুস্তাফিজুর?

মুস্তাফিজুরের আইপিএল থেকে বাদ পড়া নিয়েই ভারত ও বিসিসিআই-এর (BCCI) বিরুদ্ধে সুর চড়িয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং ক্রিকেট বোর্ড। কিন্তু সেই মুস্তাফিজুরই কেন সুর নরম করলেন, তা স্পষ্ট নয়। এ বিষয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি মহম্মদ মিঠুন বলেছেন, ‘চুক্তি বাতিল করা নিয়ে মুস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাতে চাইলে বা আইনি ব্যবস্থা নিতে চাইলে তাঁকে সাহায্য করতে তৈরি ছিল ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। কিন্তু মুস্তাফিজুর নিজে কোনও পদক্ষেপ নিতে রাজি হয়নি। এই কারণেই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা সরকারিভাবে বাতিল করেছে।’

টাকা পাচ্ছেন না মুস্তাফিজুর

আবু ধাবিতে (Abu Dhabi) আইপিএল নিলামে মুস্তাফিজুরকে ৯.২০ কোটি টাকা দিয়ে দলে নেয় কেকেআর। কিন্তু বিসিসিআই-এর নির্দেশে এই পেসারকে বাদ দেওয়া হয়েছে। তাঁকে টাকাও দেওয়া হবে না। এই বিষয় নিয়েই ভারত-বিরোধিতায় সুর চড়িয়েছে বাংলাদেশ। তবে মুস্তাফিজুর নিজে পিছিয়ে আসায় বাংলাদেশের ক্রিকেট মহল অস্বস্তিতে পড়ে গিয়েছে। এ বিষয়ে ভারতের বিরোধিতা করা সম্ভব হচ্ছে না। তবে তারপরেও বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড ভারত-বিরোধিতা চালিয়ে যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৯.২০
আইপিএল ২০২৬-এ ৯.২০ কোটি টাকা পাওয়ার কথা ছিল মুস্তাফিজুরের।
আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে ৯.২০ কোটি টাকা পাওয়ার কথা ছিল মুস্তাফিজুর রহমানের।
Read more Articles on
click me!

Recommended Stories

Irfan Pathan: এতদিন ধরে কোনও হাফ সেঞ্চুরি নেই! জাদেজার পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ ইরফান পাঠান
টি-২০ বিশ্বকাপ ২০২৬: জটিলতা দূর করতে বাংলাদেশে যাচ্ছে আইসিসি প্রতিনিধি দল